ASANSOLBARABANI-SALANPUR-CHITTARANJANBengali News

চিত্তরঞ্জন রেল কারখানা : প্রথম মাসে ২১ টি বৈদ্যুতিক রেল ইঞ্জিন উৎপাদন

বেঙ্গল মিরর, দেব ভট্টাচার্য, আসানসোল : কোভিড-১৯ এর দ্বিতীয় ঢেউএর সংক্রমনের জেরে  প্রয়োজনীয় কাঁচামাল সরবরাহে বিঘ্ন দেখা দিলেও  চিত্তরঞ্জন রেল কারখানা দক্ষতার সহিত সমস্যার সম্মুখীন হয়ে  নিজের উৎপাদনের কাজ অব্যাহত রাখে। এখানকার কর্মচারী ও আধিকারিকদের যৌথ প্রচেষ্টার ফলস্বরূপ  চলতি আর্থিক বছর ২১-২২ এর প্রথম মাসে ২১ টি  বৈদ্যুতিক রেল ইঞ্জিন উৎপাদন করে এক অভিনব কর্মদক্ষতা র পরিচয়দেয় বলে জনসংযোগ দপ্তরের সূত্র থেকে জানা গেছে। অর্থবছর ২০২১-২২ এর ২১ তম ইঞ্জিনটি শুক্রবার কারখানা সাইডিং থেকে  দেশের উদ্দেশ্যে পাঠানো হয়।

file photo


 এই কারখানার জেনারেল ম্যানেজার সতীশ কুমার কাশ্যাপ কোভিড-১৯ এর বিধি নিষেধ পালনের সাথে এই সফলতা অর্জনের জন্য  সব কর্মী ও  আধিকারিকদের আন্তরিক অভিনন্দন জানান এবং আশা ব্যক্ত করেন যে চলতি আর্থিক বছরে   রেলওয়ে বোর্ড প্রদত্ত বৈদ্যুতিক রেল ইঞ্জিন উৎপাদনের লক্ষ্যমাত্রা সফলতার সহিত অর্জন করতে সক্ষম হবে।

Leave a Reply