ASANSOLBengali NewsPolitics

মলয় ঘটককে কর্মী-সমর্থকেরা সম্মানিত করলেন, ভূমি মাফিয়াদের বিরুদ্ধে সরব হয়ে ব্যবস্থা নেওয়ার কথা বললেন

বেঙ্গল মিরর, আসানসোল, সৌরদীপ্ত সেনগুপ্ত : আসনসোল উত্তর বিধানসভা নির্বাচনী এলাকায় বুধবার রবীন্দ্রভবনে কর্মীসভা অনুষ্ঠিত হয়। তৃতীয়বারের মত নির্বাচিত বিধায়ক মলয় ঘটককে কর্মীদের দ্বারা মালা পরিয়ে সম্মানিত করা হয়। এই উপলক্ষে আসানসোল পৌরসভা প্রশাসক সহ তৃণমূল কংগ্রেস জেলা মহাসচিব অমরনাথ চট্টোপাধ্যায়, প্রশাসনিক বোর্ডের সদস্য অভিজিৎ ঘটক, শ্যাম সোরেন, গোলাম সারওয়ার, উৎপল সিনহা, গুরুদাস চ্যাটার্জী, শ্রাবণী মন্ডল, সৈয়দ আফরোজ, শহীদ পারভেজ, জিতু সিং, শাকিল আহমেদ,বিমল জালান, মুকেশ ঝা, মনোজ যাদব,মনোজ রজক, পিন্টু গুপ্তা প্রমুখ বহু নেতা কর্মী সমর্থক উপস্থিত ছিলেন ।

भू-माफियाओं पर कसेंगे नकेल

সেখানে মলয় ঘটক দলীয় কর্মীদের সংযম রেখে চলতে বলেন। সমাজে সবার সঙ্গে সুষ্ঠভাবে চলবার কথা বলেন তিনি। ক্ষমতা বা আইনের অপব্যবহার করা যাবে না বলেও বলেন । যদি তেমন কোনো কিছু ঘটার সম্ভাবনা থাকে সেটি যেন দলের উচ্চপদস্থ আধিকারিকদের এবং প্রশাসনের নজরে আনা হয়। উত্তর বিধানসভার ভূমি মাফিয়ার বিরুদ্ধে সরব হন তিনি। এরই সঙ্গে বলেন, এই ধরনের কাজে জড়িত মানুষজনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। ভূমি প্রতিরক্ষা কমিটি তৈরি হবে। তিনি বলেন, দুর্গাপুরের দুই বিজেপি সমর্থক এই অবৈধ কার্যক্রমে যুক্ত বলে জানা গিয়েছে। যত দ্রুত সম্ভব তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তবে, তিনি এই ধরনের অবৈধ কাজে কেউ যাতে জড়িত না থাকেন সে ব্যাপারে পার্টির সক্রিয় সমর্থকদের নির্দেশ দেন তিনি।

Breaking : আগামীকাল থেকে রাজ্যে লোকাল ট্রেন বন্ধ, মুখ্যমন্ত্রী নিলেন বেশ কিছু গুরুত্বপূর্ন সিদ্ধান্ত

Leave a Reply