ASANSOL

মানবিকতার নজির পেশ করলেন রূপনারায়ণপুরের পুলিশ ফাঁড়ি ইনচার্জ

বেঙ্গল মিরর, কাজল মিত্র ও মনোজ শর্মা :– আরো একবার মানবিকতার পরিচয় দিলেন রূপনারায়ণপুরের পুলিশ ফাঁড়ি ইনচার্জ প্রসেনজিৎ রায়।আজ তিনি রূপনারায়ানপুর কেন্দুয়াডি মোড় সংলগ্ন এলাকায় এক দম্পতির বাড়িতে,চাল,ডাল, তেল,নুন,আটা,সাবান ও তেল ইত্যাদি প্রয়োজনীয় সামগ্রী নিয়ে উপস্থিত হন।জানা গিয়েছে ওই দম্পতি দুজনেই করোনা পজিটিভ এবং তারা দিন আনা দিন খাওয়া পরিবারের সদস্য।


করোনা পজিটিভ হওয়ার কারণে তারা কাজ করতে পারছিলেন না এবং খাবার জোগাড় করতে পার ছিলেন না।সেই অবস্থায় তারা রূপনারায়ানপুর ফাঁড়ির এক সিভিক কর্মীর বিকাশ বাধ্যকর কে ফোন করে তাদের দুর্দশার ঘটনাটি বলেন।তারপরেই বিকাশ বাধ্যকর রূপনারায়ানপুর বড়বাবু প্রসেনজিৎ রায়কে পুরো ঘটনাটি জানান।এ বিষয়ে জানার পরেই প্রসেনজিৎ বাবু পরের দিন সমস্ত প্রয়োজনীয় সামগ্রী নিজে কিনে তার বাড়িতে পৌঁছে দিয়ে আসে।

এই সমস্ত জিনিসগুলি দেখে ওই দরিদ্র দম্পতি মুখে হাসি ফুটেছে। প্রসেনজিৎ বাবু তাদেরকে বলে এসেছেন আপনাদের আর কোন কিছু প্রয়োজন হলে আপনারা সঙ্গে সঙ্গে আমাদেরকে ফোন করে জানাবেন,আমরা সব সময় আপনাদের পাশে আছি।

Leave a Reply