ASANSOL

দোমাহানি পোস্ট অফিস ১৭ দিন ধরে বন্ধ, ক্ষোভ

বেঙ্গল মিরর, বারাবনি, মনোজ শর্মা ও কাজল মিত্র ঃ পূনরায় অভিযোগ উঠল বারাবনি ব্লকের দোমাহানি  পোস্ট অফিসের বিরুদ্ধে এখানে সাধারণ মানুষের  অভিযোগ দীর্ঘদিন ধরে এ পোস্ট অফিসের সমস্ত রকম পরিষেবা বন্ধ রয়েছে।গ্রাহকেরা জানায় যে গত 14/ 5/ 2021 তারিখ থেকে পরিষেবা বন্ধ রয়েছে।

শুধু পোস্ট অফিসে গেলেই সাধারণ মানুষকে বলা হচ্ছে আজ স্টাফ নেই কিংবা আজকে পোস্ট অফিসে লিংকের অসুবিধা আছে সহ বিভিন্ন অজু হাত দিয়ে সাধারণ মানুষকে বার বার ঘোরানো হচ্ছে।তাই আজ সাধারণ মানুষের ধৈর্যের বাঁধ ভেঙে যায়।কারণ কোনো গ্রাহকের রয়েছে মেয়ের বিয়ে,কারুর চিকিৎসার জন্য রয়েছে টাকার প্রয়োজন, কিন্তু পোস্ট অফিসে গেলে নানা রকমের অজুহাত শুনে ফিরে আসতে হয়।তাই আজ সাধারণ মানুষরা মিলে পোস্ট অফিসের সামনে বিক্ষোভ দেখায়।

এই ব্যাপারে দোমহানি পঞ্চায়েতের প্রধান কেউ অভিযোগ জানানো হয়।এই খবর পাওয়ার পরেই গ্রাম পঞ্চায়েত প্রধানের তরফ থেকে তার এক প্রতিনিধিকে ঘটনাস্থলে পাঠানো হয়। তিনি এসে পোস্ট অফিসের স্টাফ এদের সঙ্গে কথা বলেন এবং জানার চেষ্টা করেন ঘটনাটি।তাকেও একই কথা বলা হয় পোস্ট অফিসে।তিনি তারপর রেগে গিয়ে বলেন এই পোস্ট অফিস তালা মেরে দেয়া উচিত তোমরা তালা মেরে দাও।

এই পোস্ট অফিস যখন সাধারণ মানুষের কোন কাজেই লাগে না তাহলে এরকম পোস্ট অফিস থাকার থেকে না থাকাই ভালো। তারপর এই খবর পেয়ে বারাবনি থানার পুলিশ ঘটনাস্থলে আসে এবং সাধারণ মানুষের কাছে জানতে চান কি হয়েছে। তারপর পুলিশ পোস্ট অফিসের ভেতরে যান এবং ওখানকার স্টাফেদের সঙ্গে কথা বলেন।এবং জানতে পারেন গত 14 তারিখ থেকে পোস্টমাস্টার ছুটি কাটাচ্ছেন সেই কারণে এই ভোগান্তি।কারণ তিনি ছুটিতে যাওয়ার আগে তার নিজের দায়িত্ব কাউকে তিনি দিয়ে যাননি।এখন দেখার বিষয় কবে ওই পোস্টমাস্টার নিজের ডিউটি তে জয়েন করেন।এবং সাধারণ মানুষের তাদের প্রাপ্য টাকাপয়সা লেনদেন কবে থেকে সঠিকভাবে করতে পারবেন।

Leave a Reply