ASANSOLBengali News

ERWWO এর পক্ষ থেকে রোজগারশূন্য পরিবারের হাতে খাদ্য সামগ্রী তুলে দেওয়া হল

বেঙ্গল মিরর, আসানসোল : আজ E. RLY. WOMEN WELFARE ORGANIZATION, আসানসোল শাখার পক্ষ থেকে উত্তর আসানসোলের প্রত্যন্ত অঞ্চলে রামপুর গ্রামের রোজগারশূন্য অন্তত 90 টি পরিবারের হাতে বেশকিছু খাদ্য সামগ্রী তুলে দেওয়া হল ৷ ERWWO এর প্রেসিডেন্ট স্মিতা সরকারের উদ্যোগে পরিবারপিছু 2 kg চাল, 300 grm মুসুরির ডাল, 1.2 kg আলু, সোয়াবিন ও মুড়ির প্যাকেট, রান্নার মশলা এবং সাবান প্রদান করা হয় ৷ E R W W O -র সেক্রেটারি নিশা সিনহা জানালেন, আমরা খবর পেয়েছিলাম এই অঞ্চলের প্রায় সবাই অত্যন্ত দরিদ্র এবং জনজাতিভুক্ত ৷ লকডাউনের ফলে তাদের অবস্থা আরও খারাপ হয়ে গেছে ৷ তাই তাদের মুখে একটু হাসি আনার জন্য কয়েকদিনের খাদ্যবস্তু তুলে দেওয়া হল ৷


এদিকে ফোনে সংস্থার প্রেসিডেন্ট এবং আসানসোল ডি আর এম -র সহধর্মিনী স্মিতা সরকার জানালেন, ভবিষতেও আমরা এইভাবে অভাবী মানুষের সাহায্যে এগিয়ে আসব ৷
ERWWO এর পক্ষে নিশা সিনহা ছাড়াও উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষা শিল্পা ভার্মাসহ অন্যতম সদস্যবৃন্দা ভারতী ঝা, পম্পা মন্ডল ৷ এছাড়াও ছিলেন শিক্ষক বিশ্বনাথ মিত্র, ওয়েলফেয়ার ইন্সপেক্টর মনীশ রজক, রেলকর্মী যশবন্ত, প্রসেনজিৎ দাস, সুজিত ভদ্র প্রমুখ ৷
উল্লেখ্য, এইদিনের খাদ্যদ্রব্য বাবদ মোট ১৪ হাজার টাকা ব্যয় হয়েছে ৷