ASANSOL-BURNPUR

চেশায়ার হোমে প্রয়োজনীয় দ্রব্যসামগ্রী বিতরণ করল শান্তিনগর হাইস্কুল কর্তৃপক্ষ

বেঙ্গল মিরর, আসানসোল, সৌরদীপ্ত সেনগুপ্ত : করোনা পরিস্থিতিতে সারা দেশের মানুষের আর্থ- সামাজিক পরিস্থিতি চিন্তাজনক অবস্থায় রয়েছে। সাধারণ মানুষ যে রকম অসুবিধার সম্মুখীন হচ্ছেন সেরকমই ভীষণ অসুবিধার মধ্যে রয়েছেন বিভিন্ন দিব্যাঙ্গদের জন্য আবাসিক কেন্দ্রে থাকা দিব্যাঙ্গরা। আর তাদের কথা উপলব্ধি করে এবার এগিয়ে এল শান্তিনগর বিদ্যামন্দির ফর গার্লস হাইস্কুল। সোমবার স্কুলের পক্ষ থেকে “চেশায়ার হোম” (শারীরিক ও মানসিক দিব্যাঙ্গ মহিলা ও যুবতীদের আবাসিক কেন্দ্র ) পরিদর্শন করা হয়।

সেখানে আবাসিকদের ও কর্মীদের মধ্যে বেডশিট, স্যানিটাইজার, ফিনাইল, হার্পিক, সাবান, ডিটারজেন্ট পাউডার, মাস্ক, টুথপেস্ট, শ্যাম্পু, হরলিক্স,বিস্কুট, কেক, ম্যাগি, চিপস, সয়াবিন বড়ি, চকোলেট ইত্যাদি বিভিন্ন প্রয়োজনীয় দ্রব্য বিতরণ করা হয় ।

ওই অনুষ্ঠানে
উপস্থিত ছিলেন বিদ্যালয়ের
প্রধান শিক্ষিকা দেবজানি মুখোপাধ্যায় । এছাড়া অন্যান্য শিক্ষিকাদের মধ্যে উপস্থিত ছিলেন মহুয়া বিশ্বাস, করবী রায়, অপর্ণা মণ্ডি, মিতালী বন্দ্যোপাধ্যায়, সংগীতা পাল, সন্ধ্যা চ্যাটার্জী এবং বিদ্যালয়ের ক্লার্ক বাবলু দাস প্রমুখ।

Leave a Reply