Bengali NewsKULTI-BARAKAR

একই সাথে 10 টি বাড়িতে চুরি, প্রতিবাদে এক ঘন্টা রাস্তা অবরোধ

বেঙ্গল মিরর, কাজল মিত্র :- কুলটি থানার অন্তর্গত বরাকর ফাঁড়ির অধীনে বিসিসিএলের বেগুনিয়া কোলিয়ারির কোয়ার্টার এলাকায় শনিবার রাতে একের পর এক বাড়ির তালা ভেঙে দশটি বাড়ি থেকে দশ লাখ টাকার সম্পত্তির চুরির ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। যার ফলে স্থানীয় মানুষজন বরাকর থেকে ডিসেরগড়ের দিকে যাওয়ার রাস্তাটি প্রায় এক ঘন্টা অবরুদ্ধ করে রাখে, তার পরে এরপরে বরাকর ফাঁরির পুলিশ এসে বিক্ষোভ কারীদের সাথে কথা বলে জাম সরিয়ে ফেলেন । কিন্তু বারবার কুলটি থানার বিভিন্ন এলাকায় বারবার চুরির ঘটনায় আতঙ্কিত এলাকাবাসী।

স্থানীয় বাসিন্দা সুব্রত ভট্টাচার্য জানান, বিসিসিএল কোয়ার্টার এলাকার দশটি বাড়িতে তালা ভেঙে চুরির ঘটনা ঘটেছে। রবিবার সকালে তিনি খবর পেয়েছিলেন যে কোয়ার্টারের বাসিন্দা দীপক মন্ডলের বাড়িতে চুরি হয়েছে। স্থানীয় লোকেরা চুরির প্রতিবাদে রাস্তা অবরোধ করে, এর পরে পুলিশ এসে প্রতিবাদকারীদের শান্ত করে। পুলিশ সূত্র জানিয়েছে যে দশটি বাড়ির পরিবার যখন বিয়ের বাড়ি বা কোনও আত্মীয়ের বাড়িতে গিয়েছিল, তখন চোররা সুযোগটি কাজে লাগিয়ে তালা ভেঙে দু: সাহসী চুরি করেছিল। বরাকর ফাঁরির অফিসার অমরনাথ দাস নিজে ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে ।

Leave a Reply