ASANSOL

ভেঙ্গে পড়লো রেল টানেলের চাঙ্গর, মেরামতের জন্য রেলকে চিঠি দিলেন আসানসোল পুরনিগমের পুর প্রশাসক

বেঙ্গল মিরর, দেব ভট্টাচার্য ও রাজা বন্দোপাধ্যায়, আসানসোল, ৭ জুলাইঃ আসানসোল শহর থেকে আসানসোল দোমহানি এলাকা বা ২ নং জাতীয় সড়কে যাওয়ার দোমহানি রেল টানেল হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ রাস্তা । এই টানেলের রাস্তা দিয়ে প্রতিদিন কয়েক হাজার গাড়ি ও মানুষ যাতায়াত করেন । সেই রেল টানেলের উপর থেকে দুটি বড় চাঙ্গরের টুকরো বুধবার আচমকাই ভেঙ্গে নিচে পড়ে। তাতে এক শিশু সহ দু’জন সামান্য আহত হয় ।সেই সময় সেই দিয়েই যাচ্ছিলেন আসানসোল পুরনিগমের পুর প্রশাসক অমরনাথ চট্টোপাধ্যায়। তিনি সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে যান। সেখান থেকেই তিনি রেল কর্তৃপক্ষকে ফোন করে ঘটনাটির কথা জানান ।

এরপর তিনি বুধবার সন্ধ্যায় পূর্ব রেলের আসানসোল ডিভিশনের ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার বা ডিআরএমকে একটি চিঠি দিয়ে ঐ বেহাল টানেলটির সংস্কারের দাবি জানান। একই সঙ্গে তিনি ঐ চিঠিতে বলেন যদি রেল কর্তৃপক্ষ নিজেরা মেরামত করতে না পারে, তাহলে পুরনিগমকে এনওসি বা নো অবজেকশান দেওয়া হোক। তাহলে পুরনিগম নিজেরাই এই মেরামতির কাজ করবে। অমরবাবুর আশঙ্কা অবিলম্বে যদি এটি সংস্কার করা না হয় তাহলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। প্রসঙ্গতঃ, এই রেল টানেলের উপর দিয়েই মেন লাইনে ট্রেন চলাচল করে আসানসোল দূর্গাপুর ও বর্ধমান শাখায়।

Leave a Reply