ASANSOL

মহিলাদের ঋণ প্রদান করলেন পৌর প্রশাসক

বেঙ্গল মিরর, আসানসোল, সৌরদীপ্ত সেনগুপ্ত : আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশনের অ্যাডমিনিস্ট্রেটিভ বোর্ডের চেয়ারম্যান অমরনাথ চ্যাটার্জী আজ রাজ্য সরকারের মহিলা সমৃদ্ধি প্রকল্পের আওতায় আসানসোল কর্পোরেশন এলাকার সেল্ফ হেল্প গ্রুপের মহিলাদের জন্য ২০ হাজার টাকা ঋণ প্রদান করেন। এর সাথে একটি করে চারা গাছ ও তুলে দেন। কর্পোরেশনের হলে উপলক্ষে আসানসোল পৌর কর্পোরেশনের প্রশাসনিক বোর্ডের চেয়ারম্যান অমরনাথ চ্যাটার্জি বলেন যে আজ ১১২ জন মহিলাকে ঋণ দেওয়া হয়েছে এবং ভবিষ্যতে ১২৩ জন মহিলাকে ঋণ দেওয়া হবে।

তিনি বলেন যে এই ঋনের অর্ধেক অর্থাৎ ১০ হাজার টাকা এই মহিলাদের খুব স্বল্প সুদে ফেরত দিতে হবে। তিনি বলেন যে, ঠিকভাবে পরিশোধ করলে ভবিষ্যতে সরকার এই রাজ্যের মা ও বোনদের এইভাবে আরো ঋণ দিতে পারে এবং এতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলার নারীদের স্বাবলম্বী করার স্বপ্ন পূরণ হবে। ওই অনুষ্ঠান উপলক্ষে উপস্থিত ছিলেন পৌরনিগমের প্রশাসক বোর্ডের সদস্য পুর্নশশী রায়, আসানসোল মিউনিসিপাল কর্পোরেশনের সুপারিনটেনডিং ইঞ্জিনিয়ার সুকোমল মন্ডল, প্রাক্তন কাউন্সিলর গুরুদাস চ্যাটার্জী, আকাশ মুখার্জি, এনয়ুএইলএমের আধিকারিক ঋতোজা বন্দ্য়োপাধ্য়ায় প্রমুখ।

Leave a Reply