BARABANI-SALANPUR-CHITTARANJAN

নতুন রাস্তার শিলান্যাস,খরচা হচ্ছে তিন কোটি টাকা

বেঙ্গল মিরর, মনোজ শর্মা, বারাবনি : বারাবনি ব্লকের জামগ্রাম পঞ্চায়েতের অন্তর্গত রসুলপুর লাগাই জেলা পরিষদের পক্ষ থেকে আজ একটি নতুন রাস্তার শিলান্যাস করা হলো প্রায় দেড় কিলোমিটার রাস্তা পিচ দিয়ে তৈরি হবে আনুমানিক খরচা হচ্ছে তিন কোটি টাকা ফিতে কেটে আনুষ্ঠানিক উদ্বোধন করলেন পশ্চিম বর্ধমানসভাধিপতি মাননীয়া সুভদ্রা বাউরি এছাড়াও উপস্থিত ছিলেন বারাবনির বিধায়ক বিধান উপাধ্যায় পশ্চিম বর্ধমান বনভূমির কর্মদক্ষ পূজা মাড্ডি পশ্চিম বর্ধমান জেলা পরিষদের সদস্য Asit sing
জাম গ্রাম পঞ্চায়েতের প্রধান কেশব রাউত
উপপ্রধান ময়না মুর্মু প্রমুখ ।

Leave a Reply