শিল্পাঞ্চলের নক্ষত্র পতন, প্রবীণ সাংবাদিক মিলন সেনগুপ্ত প্রয়াত, অবসান হল এক যুগের
বেঙ্গল মিরর, আসানসোল, সৌরদীপ্ত সেনগুপ্ত : শিল্পাঞ্চলের সিনিয়র সাংবাদিক ও পর্বতারোহী সংস্থা প্রতিষ্ঠাতা মিলন সেনগুপ্ত ( Milan Sengupta) সোমবার সন্ধ্যায় বিবেকানন্দ সরণীতে অবস্থিত একটি বেসরকারী হাসপাতালে প্রয়াত হলেন। তাঁর মৃত্যু নিয়ে সাংবাদিকতা জগতের সাথে জড়িত মানুষের মধ্যে শোকের আবহ । তাঁর সমর্থকরা তাঁর আত্মার শান্তির জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করেন।
![](https://bengalmirrorthinkpositive.com/wp-content/uploads/2024/05/img-20240520-wa01481045365085360283686-500x428.jpg)
![](https://bengalmirrorthinkpositive.com/wp-content/uploads/2024/09/img-20240909-wa00806721733580827251668.jpg)
![](https://bengalmirrorthinkpositive.com/wp-content/uploads/2024/12/fb_img_17339279922403722767543487143310-476x500.jpg)
![](https://bengalmirrorthinkpositive.com/wp-content/uploads/2021/07/milan-sengupta-500x500.jpg)
তাঁর মৃত্যুতে মন্ত্রী মলয় ঘটক, আসানসোল মিউনিসিপাল কর্পোরেশনের অ্যাডমিনিস্ট্রেটিভ বোর্ডের চেয়ারম্যান অমরনাথ চ্যাটার্জী, এডিডিএ চেয়ারম্যান তাপস বন্দ্যোপাধ্যায়, রাজ্য টিএমসি সচিব ভি শিবদাসন দাশু, অভিজিৎ ঘটক, গুরুদাস চ্যাটার্জী, বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি, আর্য সমাজের সভাপতি জগদীশ কেডিয়া, ফসবেকির সিনিয়র সহ-সভাপতি ড: পবন গুটগুটিয়া, পশ্চিম বর্ধমান জেলা চেম্বারের জগদীশ বাগরী, ভি কে ঢাল, ক্রেডাই এর বুলু চ্যাটার্জী, বিনোদ গুপ্ত, কোলফিল্ড টিম্বার অ্যাসোসিয়েশনের সঞ্জয় তিওয়ারি, আসানসোল চেম্বার অফ কমার্সের সভাপতি নরেশ আগরওয়াল, সিটি কেবলের জয়দীপ মুখার্জি, পশ্চিম বর্ধমান প্রেসক্লাব, আসানসোল ডিস্ট্রিক্ট প্রেস ক্লাব, প্রবীণ সাংবাদিক বিশ্বদেব ভট্টাচার্য, দেবব্রত ঘোষ, হর্ষদেব মুখোপাধ্যায় ও অন্য়ান্য়রা গভীর শোক প্রকাশ করেছেন।
We will never forget you Sir, You will stay in our heart always… we feel lucky to be a part of your life.