RANIGANJ-JAMURIA

রানীগঞ্জে লায়ন্স ক্লাবের 61 তম প্রতিষ্ঠা দিবস অনুষ্ঠান

বেঙ্গল মিরর, চরণ মুখার্জি ও দীপ রঞ্জন ব্যানার্জী, রানীগঞ্জ : মঙ্গলবার সন্ধ্যায় রানীগঞ্জের লায়ন্স পাতেসরিয়া মেমোরিয়াল হলে লায়ন্স ক্লাবের 61 তম প্রতিষ্ঠা দিবস অনুষ্ঠান অনুষ্ঠিত হলো। এই কর্মসূচির মাঝেই এদিন রানীগঞ্জের লায়ন্স ক্লাবের সভাপতি হিসেবে নির্বাচিত হলেন হর্ষবর্ধন খৈতান । 2021 – 22 সালের সভাপতি হিসেবে তিনি নির্বাচিত হয়ে লাইন্সের বাকি থাকা দায়িত্ব-কর্তব্য ও আগামীতে সমাজসেবায় আরো বেশি ভাবে মানুষজনের কাছে লায়ন্স ক্লাব কে পৌঁছে দেওয়ার শপথ গ্রহণ করলেন তিনি। এদিনের এই কর্মসূচিতে মুখ্য অতিথি হিসেবে আশা পিডিজি লায়ন্স প্রদীপ চ্যাটার্জী, জানান এতদিন পর্যন্ত লায়ন্স ক্লাব সংগঠন এ ভারতের স্থান ছিল তৃতীয় এবার লায়ন্স এর সদস্য সংখ্যা 11 হাজার ছাড়িয়ে যাওয়ায় ও সামাজিক বিভিন্ন কাজের দিকে বিশেষ নজির গড়ে তোলায়, লায়ন্স ক্লাব অব ইন্ডিয়া, বিশ্বের প্রথম সারিতে চলে এসেছেন।

তিনি এদিন দাবি করেন লায়ন্স ক্লাবের পক্ষ থেকে ইতিমধ্যেই এক কোটি সাত লক্ষ মানুষকে পরিষেবা দেওয়া হয়েছে। এরমধ্যে রানীগঞ্জ লায়ন্স ক্লাবের মাধ্যমে চলতি বছরে 51 হাজার 12 জনকে পরিষেবা প্রদান করেছে লায়ন্স ক্লাব। করোনার আবহে এই পরিষেবা কেউ বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে লায়ন্স ক্লাবের পক্ষ থেকে। তবে তিনি বর্ধমান লায়ন্স ক্লাব এর জের টেনে এই পরিষেবা কে নেহাতই নগণ্য বলে জানান। তিনি এদিন দাবি করেন বর্ধমান লায়ন্স ক্লাব ইতিমধ্যেই দশ লক্ষেরও বেশি মানুষজনের পরিষেবা দিয়ে নজির গড়েছে, সেই পরিষেবার বিষয়টি নজরে রেখে রানীগঞ্জ লায়ন্স ক্লাব কেউ অনুপ্রাণিত হওয়ার আহ্বান জানান তিনি। উল্লেখ্য রানীগঞ্জ লায়ন্স ক্লাব ইতিমধ্যেই চক্ষু হাসপাতাল, স্কুল ও ডায়াবেটিস সেন্টার গড়ে তুলে রানীগঞ্জে তাদের জনসেবামূলক কাজকে দিন প্রতিদিন ত্বরান্বিত করে চলেছে। এবার রানীগঞ্জের এই জনসেবামূলক কাজকে আরো বেশি ত্বরান্বিত করার অঙ্গিকার বদ্ধ হলো নব নির্বাচিত রানীগঞ্জ লায়ন্স সভাপতি হর্ষবর্ধন খৈতান। এদিন হর্ষবর্ধন খৈতান এর সাথেই লায়ন্স এর সকল সদস্যরা ঐক্যবদ্ধভাবে মানবসেবায় তাদের মূল লক্ষ্য বলে অঙ্গীকারবদ্ধ হলেন।

Leave a Reply