FEATUREDKULTI-BARAKAR

কুলটির হাতিনল গ্রামে ৫০০বছর ধরে দুর্গা রূপে মনসা পুজোর আয়োজন

বেঙ্গল মিরর, কাজল মিত্র :-বাঙ্গালির শ্রেষ্ঠ বা প্রাণের পুজো দুর্গাপূজা । যেভাবে বাঙ্গালির ঘরে ঘরে দুর্গা উৎসব পালন হয়ে থাকে এক আনন্দের আমেজের সাথে নতুন নতুন জামা কাপড় পরে ঠিক সেইরূপ কুলটি বিধানসভার ১০৩ নং ওয়ার্ডের হাতিনল গ্রামের মানুষেরা মনসা পুজোর আয়োজন করে চলেছে দীর্ঘ ৫০০ বছর থেকে।

এই গ্রামের এক বাসিন্দা প্রদীপ কুমার ধীবর জানান আমাদের এই গ্রামে প্রায় আমাদের পূর্বপুরুষ ধরে দেবী দুর্গা রূপী মা মনসার পুজো করে আসছে ।দেবী দুর্গা মায়ের রূপের প্রায় ৮-১০ফিট প্রতিমা গড়ে কলা-বৌ এর মত বারী এনে দুই দিন উপবাস করে দুই জন পুরোহিত দিয়ে এই পুজো করা হয়।তাছাড়া দুর্গাপূজার মত ১০৮টি পদ্ম ফুল দিয়ে পুজো করা হয় দেবী মা মনসার।এই পুজো দেখতে বহু দূর দূরান্ত থেকে মানুষ এসে উপস্থিত হয়।এই খানে সম্পূর্ণ রূপে দূর্গার প্রতিমা গঠন করে দুর্গাপূজার পদ্ধতি মেনেই দেবী মা মনসার পুজো করা হয়।এইদিনে গ্রামের সকলেই নতুন পোশাক পরে পুজো দিতে আসে ।

Leave a Reply