ASANSOLBengali NewsKULTI-BARAKAR

সীতারামপুর এলাকায় নাবালককে অপ্রাকৃতিক যৌন শোষণ করার অভিযোগে অভিযুক্তের জেল

বেঙ্গল মিরর, আসানসোল, সৌরদীপ্ত সেনগুপ্ত : কুলটি থানার সীতারামপুর এলাকায় অভিযান চালিয়ে পুলিশ পকসো আইনের সঙ্গে জড়িত একটি মামলায় অভিযোগের ভিত্তিতে এক অভিযুক্ত সেলিম খানকে গ্রেফতার করে, যার বিরুদ্ধে একটি নাবালককে অপ্রাকৃতিক যৌন শোষণ করা , তাকে ভয়ঙ্কর পরিণতির হুমকি দেওয়া সহ বিভিন্ন অভিযোগ রয়েছে। গ্রেফতারকৃত অভিযুক্ত ভুক্তভোগী শিশুর আত্মীয় বলে জানা গেছে। বুধবার আসানসোল জেলা আদালতের এডিজে কোর্টে অভিযুক্তকে হাজির করা হয়। সব যুক্তি শোনার পর আদালত অভিযুক্তের জামিনের আবেদন বাতিল করে তাকে পরবর্তী শুনানি পর্যন্ত বিচার বিভাগীয় হেফাজতে পাঠিয়েছে।

প্রসঙ্গত উল্লেখ্য, আসানসোল জেলা আদালতের সিনিয়র অ্যাডভোকেট মুনির বেগ এবং তার জুনিয়র সহকর্মী তারিক আনজুমের সহায়তায় নির্যাতিত শিশুর মা থানায় একটি এফআইআর করেছিলেন। এফআইআর নথিভুক্ত হওয়ার পরেই, পুলিশ তদন্ত শুরু করে এবং সুযোগ বুঝে অভিযুক্তকে ধরে ফেলে। উল্লিখিত মামলায় অভিযুক্তের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির 377/506/120B ধারা ( কুলটি থানা কেস নং 436/2021) এবং 4/6 পকসো আইনের অধীনে একটি মামলা দায়ের করা হয়।

পশ্চিম বর্ধমান জেলায় ১০০ দিনের কাজে সাফল্যের অভিনব রেকর্ড 

Asansol রেলপারে যুবকের খুনের অভিযোগ, দুদিন পরে গ্রেফতার প্রেমিকার দাদা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *