ASANSOLBARABANI-SALANPUR-CHITTARANJANRANIGANJ-JAMURIA

সবুজসাথী প্রকল্পের সাইকেল জেলায় একদিনে ১০ হাজার পড়ুয়াকে দেওয়া হলো

বেঙ্গল মিরর,রাজা বন্দোপাধ্যায়, আসানসোল, ৯ সেপ্টেম্বরঃ পশ্চিম বর্ধমান ( Paschim Bardhaman) জেলায় সপ্তম দফায় বৃহস্পতিবার একদিনে ১০ হাজার পড়ুয়ার হাতে তুলে দেওয়া হলো রাজ্য সরকারের সবুজসাথী প্রকল্পে ( Sabuj Sathi) । এদিন এই জেলার ৮টি ব্লক ও দুই পুরনিগম এলাকার স্কুলের পড়ুয়াদের এই সাইকেল দেওয়া হয়।
এদিন এই প্রসঙ্গে জেলার সবুজসাথী প্রকল্পের নোডাল অফিসার সুতপা নস্কর বলেন, এদিন ১০ হাজার পড়ুয়াকে সাইকেল দেওয়া হয়েছে। এই প্রকল্পের সপ্তম দফায় জেলার ২৩ হাজার পড়ুয়াকে সবুজসাথীর সাইকেল দেওয়া হবে।


এদিন, আসানসোলের সালানপুর ব্লকের আছড়া যজ্ঞেশ্বর ইনস্টিটিউশন প্রাঙ্গণে ব্লকের ৯টি স্কুলের নবম শ্রেণীর মোট ৬০০জন পড়ুয়াদের হাতে তুলে দেওয়া হলো সবুজ সাথী প্রকল্পের সাইকেল।
এদিন স্কুল প্রাঙ্গণে পড়ুয়াদের হাতে সাইকেল তুলে দেন জেলা পরিষদের কর্মাধক্ষ্য মহঃ আরমান, জেলা পরিষদের সদস্য কৈলাশপতি মণ্ডল, সালানপুর পঞ্চায়েত সমিতির সভাপতি ফাল্গুনী কর্মকার ঘাসি, সহ- সভাপতি বিদ্যুৎ মিশ্র সহ সমস্ত শিক্ষকরা।

Leave a Reply