ASANSOLWest Bengal

রাজ্যের সমস্ত জেলায় প্রাথমিক শিক্ষা সংসদের নতুন চেয়ারম্যান নিয়োগ

বেঙ্গল মিরর, দেব ভট্টাচার্য, আসানসোল। দুই বর্ধমান জেলা সহ রাজ্যের সমস্ত জেলায় প্রাথমিক শিক্ষা সংসদের (DPSC) নতুন করে চেয়ারম্যান নিয়োগ করা হল। বৃহস্পতিবার পশ্চিম বর্ধমান জেলায় প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান পদের জন্য রথিন্দ্রনাথ মজুমদারের নাম সরকারি আদেশনামার মাধ্যমে জারি করা হয়েছে । তিনি শান্তি নগর বিদ্যাপীঠ এর প্রাক্তন প্রধান শিক্ষক । পূর্ব বর্ধমানের দায়িত্ব নেবেন মধুসূদন ভট্টাচার্য বলে জানা গেছে । শিক্ষা দপ্তরের যুগ্মসচিব এদিনই এই নির্দেশ জারি করেছেন।

পশ্চিম বর্ধমান জেলায় রথিন্দ্রনাথ মজুমদারকে এই দায়িত্ব দেওয়ার জন্য ধন্যবাদ জানিয়েছেন তৃণমূল শিক্ষক সংগঠনের অশোক রুদ্র, রাজীব মুখোপাধ্যায়, মুকেশ ঝা ও অন্যান্য শিক্ষক-শিক্ষিকারা।

Leave a Reply