KULTI-BARAKAR

অস্ত্র কারবার মামলায় উত্তর প্ৰদেশের দুই গ্রেফতার

বেঙ্গল মিরর, কাজল মিত্র :– কুলটি থানার বরাকর ফাঁড়ির অন্তর্গত পশ্চিমবাংলা ও ঝাড়খন্ড বর্ডার বরাকর চেকপোস্টের নাকা তল্লাশির সময় কয়েক দিন আগে একটি ঝাড়খন্ড নম্বর মোটরবাইক কে থামিয়ে তল্লাশির সময় ওই মোটর বাইক আরোহীর একটি কালো ব্যাগ থেকে ২৫টি নাইন এম এম পিস্তল ও ৪৬টি মেগাজিন উদ্ধার হয় এর পরেই মোটরবাইক আরোহী কে বরাকর ফাঁড়িতে নিয়ে গিয়ে শুরু হয় জিজ্ঞাসাবাদ ।ধৃত ওই ব্যক্তির নাম আস মোহম্মদ ওরফে বাবলু। কুলটি এলাকার বাসিন্দা বলে জানা যাই ।

এর পর কুলটি থানার পুলিশ ওই ধৃত ব্যক্তিকে আসানসোল আদালতে তোলে এবং ঘটনারতদন্ত স্বার্থে ১০দিনের পুলিশ হেফাজতে নেই ।এত বিপুল পরিমান আগ্নেয়অস্ত্র কোথা থাকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছিলো তদন্ত শুরু করে পুলিশ ।তদন্তে উঠে আসে এই ঘটনায় আরো দুজন ব্যক্তির নাম।ওই দুইজন ব্যক্তি ধৃত আস মহম্মদ ওরফে বাবলুর কাছে থেকে আগ্নেয়াস্ত্র কিনতেন বলে পুলিশ সূত্রে খবর ।এরপর কুলটি থানার পুলিশ তদন্তে নেমে ওই দুই ব্যক্তি কে কুলটি থানার জাতীয় সড়কের থেকে গ্রেফতার করে ।ধৃত ওই দুই জনের নাম আনোয়ার খান (৪৭),ও আফতাব আলম۔ (৩৫) দুইজনেই উত্তর প্ৰদেশের বাসিন্দা।ধ্রীত দুইজন কে আজ আসানসোল আদালতে তোলা হয় ।গোটা ঘটনার তদন্ত শুরু করেছে কুলটি থানার পুলিশ ।

আসানসোলে কিশোরীকে ধর্ষণ, দোষী সাব্যস্ত, কাল শাস্তি ঘোষণা 

শিল্পাঞ্চল জুড়ে চাঞ্চল্য, জয়দেব মন্ডল সহ ৪ গ্রেফতার, তোলা হবে আসানসোলের বিশেষ আদালতে


তদন্ত করতে রাজ্য পুলিশের এসটিএফের দল বরাকরে, ধৃতকে জিজ্ঞাসাবাদ
 

Leave a Reply