ASANSOL

স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রকল্পকে নিয়ে তৃণমূল কংগ্রেসের  কার্যালয়ের  পক্ষ থেকে ক্যাম্প 

বেঙ্গল মিরর, আসানসোল ঃ আসানসোল দক্ষিণ বিধানসভার 39 ন: ওয়ার্ডে,  “স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রকল্পকে বাস্তবায়িত করার লক্ষ্যে  ঊষাগ্রাম,  তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ের পক্ষ থেকে আনুষ্ঠিত হয় এই ক্যাম্প । শ্রীকান্ত দাস  বলেন মাদার  টেরেজা  বলেছিলেন  আমরা ভবিষ্যত নিয়ে আশঙ্কা করি কারণ আমরা বর্তমানকে নষ্ট করছি”  । বাংলার ম মুখ্যমন্ত্রী  মমতা বন্দ্যোপাধ্যায়  বর্তমান প্রজন্ম  যাতে তাদের বর্তমানকে নষ্ট না করে ফেলে তারই উদ্দেশ্যে তিনি চালু করেন “স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রকল্প” ।

  

এই ক্যাম্প  নতুন প্রজন্মকে নতুন দিশা দেখাবে এ আমার দৃঢ় বিশ্বাস ।। করবো ,লড়বো,জিতবো। এই ক্যাম্পে উপস্থিত ছিলেন প্রায় ৫০ জন স্টুডেন্ট ( গার্লস অ্যান্ড বয়েজ) এবং তাদের অভিভাবক, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন” Divine Institute of Nursing ” এর Board Member Mr. Tarun Roy , “Divine Education Consultancy” এর Member Mr. Arnab Shah , Mr. Arup Das , Rev. Anutosh Shah , Rev. Goutam Naskar , . Arup Das প্রমূখ।

Leave a Reply