AMC POLLASANSOL

আসানসোলে ৭ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার

বেঙ্গল মিরর, দেব ভট্টাচার্য/ রাজা বন্দ্যোপাধ্যায়, আসানসোল: বুধবার ৭ জন নির্দল প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করে নিলেন। এরা হলেন ২৩ নম্বর ওয়ার্ডের ইশ্তিয়াক আলম, ১০০ নম্বর ওয়ার্ডে দুজন কাবুল সিং, অনুজ কুমার ভার্মা , ৫৪ নম্বর ওয়ার্ডে প্রকাশ প্রসাদ, ১৭ নম্বর ওয়ার্ডে মিলন বাউরি, ৬৬ নম্বর ওয়ার্ডে মুরুলিধর সাউ ৯৮ নম্বর ওয়ার্ডে জুনাত খান্নম।

উল্লেখ্য় এর আগে প্রার্থী মনোনয়নের পরের দিনই মঙ্গলবার স্ক্রুটিনি করতে গিয়ে ৫ প্রার্থীর মনোনয়ন বাতিল হয়েছিল। এদের মধ্যে একজন জাতীয় কংগ্রেস দলের, একজন জনতা দল (ইউনাইটেড) এবং বাকি তিনজন নির্দল প্রার্থীদের মধ্য়ে ওয়ার্ড ২২ এর জীবন বোস, ৭০ এর শাদাব বাউরী ও ১০৫ এর আরতী বাউরী বলে জানা গেছে।

সর্বশেষ ১০৬ টি আসনে তৃণমূল সব কেন্দ্রে প্রার্থী দিলেও বিজেপি চারটি ওয়ার্ডে প্রার্থী দিতে পারল না। একইভাবে বামফ্রন্ট দুটি আসনেই প্রার্থী দিতে পারেনি ।তবে সবচেয়ে করুণ অবস্থা জাতীয় কংগ্রেসের। ১০৬ টি আসনের মধ্যে তারা মাত্র ৫৫ টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছে। এবার মোট ৪৬০ জন প্রার্থীর মনোনয়ন সঠিক পাওয়া গিয়েছিল। ৭ জনের মনোনয়ন প্রত্য়াহারের পর এই সংখ্য়া ৪৫৩ হয়েছে, আজ মনোনয়ন প্রত্য়াহারের শেষ দিন। সন্ধ্য়ার পর প্রার্থীদের চুড়ান্ত তালিকা প্রকাশিত হবে।

https://wp.me/pcaZRh-bl3

Leave a Reply