RANIGANJ-JAMURIA

কোভিড -১৯ সচেতনতায় জামুরিয়া ট্রাফিক গার্ড ও থানা, রাস্তায় ছবি এঁকে, পথ নাটক ও বাউল গানের মাধ্যমে প্রচার

বেঙ্গল মিরর, আসানসোল, সৌরদীপ্ত সেনগুপ্ত: সারা রাজ্যের সঙ্গে সঙ্গে পশ্চিম বর্ধমান জেলা তেও করোণা আক্রান্তের সংখ্যা বেড়ে চলেছে আর এই অবস্থায় জনগণকে সচেতন করতে জেলার পুলিশ প্রশাসন তৎপর। সোমবার জামুরিয়া বাসস্ট্যান্ড, থানা মোরে, সিনেমা মোড় সংলগ্ন অঞ্চল ছাড়াও ২ নং জাতীয় সড়কে চান্দা মোড়ে জামুরিয়া থানার ওসি সঞ্জীব দে, জামুরিয়া ট্রাফিক গার্ড ওসি অর্ণব মন্ডল, জামুরিয়া থানা এবং ট্রাফিক গার্ডের আধিকারিক ও পুলিশকর্মীদের উপস্থিতিতে কোভিড সচেতনতা প্রচার করা হয়।

ওই কোভিড সচেতনতা প্রচারের সময় রাস্তায় কোভিড -১৯ সম্পর্কিত বার্তা বহন করে এমন কিছু ছবি আঁকা হয় । এছাড়া একরকম অভিনব উপায়ে বাউল গান এবং পথ নাটকের মাধ্যমে মানুষের মধ্যে কোভিড সংক্রান্ত বিষয়ে সচেতন করা হয়। এছাড়া সাধারণ মানুষকে মাস্ক পরতে, নিয়মিত হ্যান্ড স্যানিটাইজ করতে, একে অপরের থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখতে বলা হয়। এরই সঙ্গে সচেতন করে বলা হয় প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে না বেরোতে এবং সর্দি-কাশি ও জ্বরের মতো উপসর্গ দেখা দিলে নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে স্বাস্থ্য ও করোনা পরীক্ষার জন্য যোগাযোগ করতে।

Leave a Reply