ASANSOL

West Bengal Schools Reopening : বৃহস্পতিবার স্কুল শুরু, ৫ থেকে ৭ পাড়ায় পাঠশালা

বেঙ্গল মিরর, কলকাতা: ৩ ফেব্রুয়ারি থেকে রাজ্যে স্কুল খুলছে। সোমবার নবান্নে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অষ্টম শ্রেণি থেকে কলেজ, বিশ্ববিদ্যালয়ের পঠনপাঠন শুরু হচ্ছে অফলাইনেই। একাধিক ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে। এদিন সাংবাদিক বৈঠক করে মমতা বন্দ্যোপাধ্যায় জানান, তিনি তাঁর টুইটার অ্যাকাউন্ট থেকে রাজ্যপাল জগদীপ ধনখড়কে ব্লক করে দিয়েছেন।

mamata Cabinet

৩ ফেব্রুয়ারি থেকে স্কুল খুলবে। অষ্টম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণির পড়ুয়ারা স্কুলে যাবে। ক্লাস শুরু হবে কলেজ, ইউনিভার্সিটিরও।

* পঞ্চম থেকে সপ্তম শ্রেণির পঠনপাঠন হবে ‘পাড়ায় পাঠশালা’য়। ছোটদের স্কুল এখনই খুলছে না।

* ৪, ৫ সরস্বতী পুজো। ছেলেমেয়েরা পুজো করতে পারবে।

* সরকারি, বেসরকারি অফিসে ৭৫ শতাংশ হাজিরা নিয়ে হবে কাজকর্ম।

* স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ে জয় হিন্দ বাহিনী, মন্ত্রিসভা অনুমোদন পেল।

* ডেউচা পাচামি তে যাদের জমি নেওয়া হয়েছে তাদের পুলিশের কনস্টেবল পদে নিযুক্ত করা হবে, মন্ত্রী সভায় সিদ্ধান্ত।

* ১ ফেব্রুয়ারি থেকে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত করোনা বিধিনিষেধ চলবে। রাতের বিধিনিষেধ রাত ১১টা থেকে ভোর ৫টা

* ৭৫ শতাংশ নিয়ে রেস্তোরাঁ এবং বার চালু থাকতে পারবে

* সুইমিং পুল খুলে দেওয়া হল

* মুম্বই, দিল্লির বিমান নিয়মিত ওঠানামা করবে। কলকাতা-বেঙ্গালুরু বিমান চলাচল করবে সপ্তাহে দু’দিন। ইউকে-কলকাতা বিমান রোজ ওঠানামা করবে।

* বিয়েবাড়িতে ৭৫ শতাংশ উপস্থিতিতে ছাড়।

* ১৬ ফেব্রুয়ারি ইন্ডাস্ট্রিয়াল মিট হবে।

Leave a Reply