ASANSOLBengali News

আসানসোলে ভোট কেনার  অভিযোগ তুলে পোস্টার পড়ল 

বেঙ্গল মিরর, কাজল মিত্র ;আসানসোল : পুরভোটের আগে বিজেপি নেতা জিতেন্দ্র  তিওয়ারির বিরুদ্ধে ভোট কেনার  অভিযোগ তুলে পোস্টার  পড়ল আসানসোলের ওয়ার্ড সংখ্য়া ২৭ এ। এই ওয়ার্ডের একাধিক জায়গায় দেখা যাচ্ছে পোস্টার। আসানসোল পুরনিগমের ২৭ নম্বর  ওয়ার্ডে বিজেপির  প্রার্থী  হয়েছেন  জিতেন্দ্র  তিওয়ারির স্ত্রী চৈতালি তেওয়ারি। ওই ওয়ার্ডের বেশ কয়েকটি জায়গায় হিন্দিতে লেখা পোষ্টার দেখা গিয়েছে। যেখানে বলা  হয়েছে,  প্রাক্তন  মেয়র জিতেন্দ্র তিওয়ারি ২ হাজার টাকা করে দিয়ে কিছু মহিলাদের মাধ্য়মে ভোট কিনছেন। যদিও এই অভিযোগ  উড়িয়ে দিয়েছেন  জিতেন্দ্র। তাঁর দাবি, এই ধরনের কথা বলে মহিলাদের অপমান করছে তৃণমূল। অন্যদিকে, তৃণমূলের দাবি,  তাদের হাতে টাকা নেই,  তাই তারা  কোনও টাকা ছড়াচ্ছে না।

वार्ड 27 में लगे पोस्टर

 এই পোস্টার ছিঁড়ে ফেলেদেন নিজেই এলাকার তৃণমূল নেতা মনোজ যাদব, তার দাবি এই পোস্টার লাগিয়ে জনগণকে অপমান করা হয়েছে, এটা সমাজবিরোধীদের কাজ। তাই উনি নিজেই বেশ কয়েকটি জায়গায় পোস্টার ছিড়ে ফেলেছেন।  অভিযোগ উড়িয়ে  জিতেন্দ্র তিওয়ারি  জানান, এই ধরনের কথা বলে মহিলাদের অপমান করা হচ্ছে। তিনি প্রশ্ন তোলেন, যাঁরা টাকা পেয়েছেন,  এমন কেউ কি অভিযোগ করেছেন? তৃণমূলের নাম না করে তিনি বলেন, ‘মহিলারা স্বাবলম্বী হলে ওদের অসুবিধা হয়।’  ‘যারা সারদা- নারদার টাকায় চলে তারা এই ধরনের অভিযোগ না আনলেই ভালো করত।’ আদতে বিজেপিকে বদনাম করার চেষ্টা চলছে বলেই মনে করেন তিনি।


তৃণমূলের রাজ্য সম্পাদক ভি শিবদাসন জানান, এই ধরনের অভিযোগ তিনিও পেয়েছেন। ওই ওয়ার্ডে বিজেপি যে টাকা ছড়াচ্ছে সে খবরও তাঁর কাছে আছে। তিনি বলেন, ‘প্রশাসন প্রশাসনের কাজ করুক।’  ভি শিবদাসনের দাবি, তৃণমূলের হাতে টাকাই নেই। প্রার্থীদেরও টাকা দিতে পারছেন না তাঁরা। তাঁর অভিযোগ, টাকা ছড়াচ্ছে বিজেপিই।

Leave a Reply