ASANSOLKULTI-BARAKAR

বাংলা – ঝাড়খণ্ড সীমান্তবর্তী চেকপোষ্ট পরিদর্শনে পুলিশ কমিশনার

রাজা বন্দোপাধ্যায়, আসানসোল, ১৬ ফেব্রুয়ারিঃ পশ্চিম বর্ধমান জেলায় আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের এলাকায় বাংলা ঝাড়খণ্ড সীমান্তবর্তী এলাকায় বেশ কয়েকটি চেকপোস্ট আছে। বুধবার কুলটি থানার ডুবুরডিহি চেকপোস্ট পরিদর্শনে আসেন আসানসোল দূর্গাপুরের পুলিশ কমিশনার এন সুধীরকুমার নীলকান্তম। সঙ্গে ছিলেন ডিসিপি (পশ্চিম) অভিষেক মোদী, এসিপি (কুলটি) সুকান্ত বন্দোপাধ্যায় সহ থানা ও ফাঁড়ির ইনচার্জরা।


পুলিশ কমিশনার চেকপোস্টের সব ব্যবস্থা ভালো করে খতিয়ে দেখার পাশাপাশি, পুলিশ কর্মীদের এখানে কাজ করতে কোন সমস্যা হচ্ছে কি না, সেই ব্যাপারেও জানতে চান।
উল্লেখ্য, ঝাড়খণ্ড থেকে যেসব গাড়ি বাংলায় ঢোকে এই চেকপোস্টে সেগুলো পরীক্ষা করা হয়। তারপর যেতে দেওয়া হয়।

Asansol का कौन बनेगा सरताज ? हैवीवेट या किसी नये के सिर सजेगा ताज

Leave a Reply