LatestWest Bengal

HS Exam 2022- র সময়সূচি পরিবর্তন

বেঙ্গল মিরর, সৌরদীপ্ত সেনগুপ্ত : (HS Exam Schedule Changed) উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময়সূচী পরিবর্তন করা হয়েছে। পরীক্ষার চারদিনের পরিবর্তন। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সোমবার জানিয়েছে, জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার জন্য উচ্চ মাধ্যমিকের চারটি পরীক্ষার দিন পরিবর্তন করা হচ্ছে। বাকি পরীক্ষার দিনগুলি অপরিবর্তিত থাকবে। সংসদের দাবি, জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার রুটিন একতরফাভাবে প্রকাশ করা হয়েছে। ১৩, ১৬, ১৮ এবং ২০ এপ্রিল পরীক্ষার তারিখ পরিবর্তন করা হয়েছে।

person writing on white paper
Photo by cottonbro on Pexels.com

১. ১৩ তারিখে দর্শন ও সমাজবিজ্ঞানের যে পরীক্ষা ছিল, সেটাই বদলে হচ্ছে ১৮ এপ্রিল।২. ১৬ তারিখে যে সব পরীক্ষার হওয়ার কথা ছিল, সেগুলি হল রসায়ন, সাংবাদিকতা, সংস্কৃত, আরবি, ফরাসি। এই পরীক্ষাগুলি হবে, ১৩ এপ্রিল।৩. ১৮ এপ্রিল ছিল স্ট্যাটিসটিক্স, ভূগোল, হোম ম্যানেজমেন্টের পরীক্ষা। বদলে সেই পরীক্ষা হবে ২৫ এপ্রিল।৪. ২০ এপ্রিল ছিল অর্থনীতির পরীক্ষা, যা পিছিয়ে ২৭ এপ্রিল করা হয়েছে।

Leave a Reply