ASANSOLBARABANI-SALANPUR-CHITTARANJAN

ছয়টি অবৈধ কয়লা বোঝাই ডাম্পার আটক

বেঙ্গল মিরর,, কাজল মিত্র :– পশ্চিম বর্ধমান জেলার সালানপুর থানার অন্তর্গত সামডি পাহাড় গোড়া ক্যাম্পের পাহাড় গোড়া গ্রাম থেকে 6 টি কয়লা বোঝাই ডাম্পার আটক করল স্থানীয় গ্রামবাসীরা । এদিনের এই ঘটনায় চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল এ অঞ্চলের কয়লা পাচার এখনো বন্ধ হয়নি।শুধু পাল্টেছে পাচারের ধরন।পুলিশ ও ই সি এলের এক শ্রেনির নিরাপত্তা রক্ষীর জড়িত থাকার অভিযোগও উঠছে অহরহ।কয়লা মাফিয়ারা আবার সক্রিয় খনি শিল্পাঞ্চলে।একেবারে দিবালোকে ইসিএল ম্যানেজমেন্ট ও প্রশাসনের এক শ্রেনির অসৎ আধিকারিকদের সহায়তায় চলছে এই কয়লা পাচার চক্র বলে স্থানীদের অভিযোগ। রবিবার সকালে কয়লা বোঝাই এই ছয়টি ডাম্পার রয়েছে ।

সেগুলো ইটাপাড়া ওসিপি থেকে অনা হচ্ছিল বলে স্থানীয়দের দাবি ।তারা গাড়িগুলি আটক করে বিক্ষোভ দেখতে থাকে ।ঘটনাস্থলে সালানপুর পাহারগোড়া ক্যাম্প ইনচার্জ মিঠুন চ্যাটার্জি ও সিআইএস এফ এর আধিকারিকের পৌঁছায়। ডাম্পার গুলির কোন বৈধ কাগজপত্র না পাওয়ার ফলে ডাম্পার গুলি আটক হলেও চালক ও খালাসীকে ধরতে পারেনি পুলিশ। পুলিশ কয়লা বোঝাই ডাম্পার গুলি কে আটক করে সালানপুর থানায় নিয়ে আসে বলে জানা গেছে।তবে এই অবৈধভাবে কয়লা বোঝায় ,কোথায় নিয়ে যাওয়া হচ্ছিলো,কেকে রয়েছে এর পেছনে তার তদন্তে নেমেছে পুলিশ।

Leave a Reply