RANIGANJ-JAMURIA

শ্রীরাম জানকী ও হনুমান মন্দির প্রতিষ্ঠা ডামালিয়া গ্রামে

বেঙ্গল মিরর, চরণ মুখার্জী,রানীগঞ্জ : রামায়ণের রামের বনবাসের বিভিন্ন বিষয় তুলে ধরে এবার প্রত্যন্ত গ্রাম অঞ্চলে প্রতিষ্ঠা করা হলো শ্রীরাম জানকী ও হনুমান মন্দির। এলাকার ছোট সদস্যরা দীর্ঘদিন ধরেই বাইরের বিভিন্ন অংশে রাম নবমীর দিন শ্রীরামের পুজো হনুমান জীর পুজো উপলক্ষে বিভিন্ন শোভাযাত্রা দেখে আসছে সেই বিষয়গুলিকে তারা নিজেদের পরিবার পরিজনদের জানান দেওয়ার পর, এবার রানীগঞ্জের গ্রামীণ এলাকার প্রত্যন্ত অঞ্চলে রাম জানকী ও হনুমান মন্দির প্রতিষ্ঠিত করে শ্রী রামের বনবাস থেকে শুরু করে, সীতার হরণ, রামচন্দ্রের সঙ্গে হনুমানের যোগাযোগ ও হনুমানজির বিভিন্ন কার্যকলাপ এর মাধ্যমে শ্রী রামের সেবার উদাহরণ তুলে ধরে মন্দিরের চারপাশ সাজিয়ে তোলা হল রানীগঞ্জের তিরাট গ্রাম পঞ্চায়েতের ডামালিয়া গ্রাম অঞ্চলে।

রবিবার এই উপলক্ষে এলাকার অসংখ্য কুমারী মেয়েরা মঙ্গল কলস মাথায় নিয়ে প্রখর রোদ ও নুড়ি পাথরের রাস্তা কে উপেক্ষা করে কয়েক কিলোমিটার পথ খালি পায়ে হেঁটে দামোদর নদ থেকে পবিত্র জল সংগ্রহ করে মন্দির স্থাপন করার পর পূজা হোম যজ্ঞের শামিল হলেন । এ উপলক্ষে বিভিন্ন বাদ্যযন্ত্র সহযোগে ডামালিয়া গ্রামে শোভাযাত্রা বের হয়। একই সাথে এই গ্রামের হাজারো মানুষ পংক্তি ভোজ শামিল হয়ে রামনবমীর প্রসাদ গ্রহণ করেন। রবিবার এই সামগ্রিক কর্মকাণ্ড ঘিরে ছিল যুব সদস্যদের ব্যাপক উন্মাদনা। দীর্ঘদিন পর গ্রামে এ ধরনের পুজোর আয়োজন করায় তারা স্বভাবতই খুশি, গ্রামের মধ্যে এই এভাবে রাম জানকী ও হনুমান জীর পুজো করে নবরাত্রি পালন করতে পারায় তারা উচ্ছ্বসিত।

Leave a Reply