RANIGANJ-JAMURIA

রানীগঞ্জে টোটো চালকের ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য

বেঙ্গল মিরর, চরণ মুখার্জী, রানীগঞ্জ: মঙ্গলবার দুপুরে এক টোটো চালকের ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ালো এলাকায়। স্থানীয়রা বাড়ির দরজা বন্ধ থাকার বিষয়টি লক্ষ্য করে রানীগঞ্জ থানার পুলিশ কে খবর দিলে রানীগঞ্জ থানার পুলিশ পৌঁছে উদ্ধার করে দেহ। রানীগঞ্জের ডালপট্টি মোড়ের বিশ নোয়া গুলির এই ঘটনাকে ঘিরে চাঞ্চল্য সৃষ্টি হয় এলাকায়। পুলিশ জানিয়েছে মৃতের ওই ব্যক্তি বছর 32 এপ শিবু দাস পেশায় টোটো চালক ছিলেন।

এদিন দুপুর 2:30 নাগাদ বাড়ির লোকেরা শিবু দাস কে বারংবার ডাকার পর কোন সাড়াশব্দ না পেয়ে প্রতিবেশীদের খবর দিলে পুলিশ তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছে ওই ব্যক্তির ঝুলন্ত দেহ তার বাড়ির শোয়ার ঘরে ঝুলন্ত অবস্থায় দেখতে পান বলে জানা গেছে। এদিনের এই ঘটনার প্রেক্ষিতে পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করেছে। জানা গেছে দেহটিকে আগামীতে ময়নাতদন্তের জন্য আসানসোল জেলা হাসপাতালে পাঠানো হবে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য আসানসোল মহকুমা হাসপাতালে পাঠানো হবে। মঙ্গলবার দুপুরে টোটো চালকের এই রহস্য মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

Leave a Reply