DURGAPUR

নিখোঁজ থাকা মহিলার দেহ উদ্ধার হল দুর্গাপুরের জোড়াপুকুর এলাকায় এক কুয়োর মধ্যে

বেঙ্গল মিরর, চরণ মুখার্জী, দুর্গাপুর: শুক্রবার থেকে নিখোঁজ থাকা বছর বাহান্নোর প্রৌঢ়র রবিবার সকালে দেহ উদ্ধার হল দুর্গাপুরের রঘুনাথপুর জোড়াপুকুর এলাকায় এক কুয়োর মধ্যে। এদিনের এই ঘটনা প্রসঙ্গে জানা যায় বছর 52 তপতী ধারা, নামের ওই প্রৌঢ় বেশ কিছুদিন ধরেই মানসিক অবসাদে ভুগছিলেন এমনি দাবি তার স্বামী রামপ্রসাদ ধারার।

শুক্রবার বিকেলে হঠাৎ নিখোঁজ হয়ে যান তপতী দেবী। বহু খোঁজ তল্লাশি করলেও কোনো ফল না মেলায় তার বিষয়টি নিয়ে দূর্গাপুর থানায় অভিযোগ দায়ের করেন । এবার সেই প্রৌঢ় মহিলার দেহ লক্ষ্য করা যায় বাড়ির কুয়োতে। বাড়ির সদস্যরা বিষয়টি লক্ষ্য করেই পাড়া-প্রতিবেশীদের সাথেই পুলিশ প্রশাসনকে খবর দিলে পুলিশ ও দমকল বিভাগের কর্মীরা তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছে ওই প্রৌঢ়র দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দুর্গাপুর মহকুমা হাসপাতালে পাঠায়। প্রৌঢ় ওই মহিলার মৃত্যুর প্রকৃত কারণ কি তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।

Leave a Reply