ASANSOLKULTI-BARAKAR

আসানসোলের মেয়র কুলটি বোরো অফিসের পরিদর্শনে

বেঙ্গল মিরর, কাজল মিত্র :-কুলটি বিধানসভার 28 টি ওয়ার্ড বিয়ে গঠিত কুলটি বোরো কার্যালয় যেটি আসানসোল পৌরনিগমের অধীনে রয়েছে কিন্ত 2006 সালে কুলটি বোরো কার্যালয়টি ছিল কুলটি পৌর সভা । সেসময় কুলটি পৌর সভার জন্য ৩৫টি ওয়ার্ডের জন্য হাইড্রোলিক অটো এবং ধাপে ধাপে জলের টেণ্কার সহ বিভিন্ন লোহের সামগ্রী নেওয়া হয়েছিল । বর্তমানে সেগুলো অধিকাংশ অকেজো হয়ে গিয়েছে ।

আজ শনিবার সকালে উক্ত অকেজো লোহার সামগ্রীগুলো পরিদর্শন করতে কুলটি বোরো কার্যালয়ের আসলেন আসানসোলের মেয়র বিধান উপাধ্যায় সঙ্গে ছিলেন ডেপুটি মেয়র ওয়াসিমূল হক ।

Leave a Reply