BARABANI-SALANPUR-CHITTARANJAN

সালানপুর ব্লকে কৃষক রত্ন পুরস্কার বিতরণ অনুষ্ঠান

বেঙ্গল মিরর,  কাজল মিত্র :-সালানপুর ব্লকের কৃষি বিভাগ দ্বারা আয়োজন করা হয় কৃষক রত্ন সম্মান অনুষ্ঠানএই অনুষ্ঠানটি সালানপুর ব্লকের নান্দনিক হলে আয়োজন করাহয়।অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সালানপুর পঞ্চায়েত সমিতির সভাপতি ফাল্গুনী কর্মকার ঘাসি ,জেলাপরিষদ এর কর্মাধ্যক্ষ মহম্মদ আরমান ,সমিতির সহসভাপতি বিদ্যুৎ মিশ্র রূপনারায়নপুর পঞ্চায়েত প্রধান রানু রায় ,সালানপুর সহ- কৃষি অধিকর্তা রাজশ্রী ব্যানার্জি ,মৎস্য সম্প্রসারন অধিকর্তা প্রবীর ব্যানার্জি ।প্রাণী সম্পদ বিকাশ দফতর
সুমনা ঘরামী সমিতির কর্মাধ্যক্ষ দেবযানি মুর্মু, উদয়ন দাস ,পরীক্ষিত মাজি ,সহ অনেকে ।

এদিনের এই অনুষ্ঠান থেকে পর্বতপুর গ্রামের পিনাকী গড়াই নামক এক ব্যক্তির একজনকে কৃষক রত্ন সম্মান দেওয়া হয়।একই সাথে ছয়জনকে গোষ্ঠীর ছয় কৃষকদের সম্মান দেওয়া হয় । আছড়া থেকে মা মনসা এস এইচ জি । জেমারি থেকে তাহির হোসেন
খুদিকা থেকে সঞ্জয় দে কল্যা পঞ্চায়েত থেকে সুভাষ মিশ্র ,বিশ্বজিৎ মিশ্র,ও সাতকারী মিশ্র ।এদিন সহ কৃষি অধিকর্তা রাজ্রশ্রী মুখার্জি জানান যে প্রতি বছর ১৪ মার্চ রাজ্যে কৃষক দিবস পালন করা হয় ।

২০১২-২০১৩ অর্থবর্ষ থেকে কৃষক রত্ন সম্মান অনুষ্ঠান শুরু করে রাজ্য সরকার । প্রতি বছরই এই পুরস্কার প্রদান করা হয়।যদিও কোভিডের কারণে গত দু’বছর এই অনুষ্ঠান করা সম্ভব হয়নি।তবে সমস্ত বাঁধা কাটিয়ে এ বছর আবার এই পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। কৃষক রত্ন সম্মান প্রদানে প্রত্যেক ব্লক থেকে একজন কৃষক বেঁচে নেওয়া হয় আর সেই কৃষককে ১০ হাজার টাকা ও মুখ্যমন্ত্রীর সই করা মানপত্র দেওয়া হয়।খেত মজুর ও বর্গাদারদের যাঁদের তেমন জমি নেই , তাঁদের আগে ২ হাজার টাকা করে দেওয়া হত , পরে তাঁদের সেই মূল্য বাড়িয়ে ৪ হাজার টাকা করা হয়।এছাড়াও কৃষকদের জন্য কিসান ক্রেডিট কার্ড,সয়েল টেস্ট কার্ডের ব্যবস্থা রয়েছে । কম টাকায় যন্ত্রপাতি ভাড়া দেওয়াও হয়।

Leave a Reply