KULTI-BARAKAR

বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষ্যে সচেতন করতে মিছিল

বেঙ্গল মিরর,  কাজল মিত্র :-বিশ্ব তামাকমুক্ত দিবস প্রতি বছর ৩১ মে তারিখে বিশ্বজুড়ে পালন করা হয়। বিশ্বজুড়ে ২৪ ঘণ্টা সময়সীমা ধরে তামাক সেবনের সমস্ত প্রক্রিয়া থেকে বিরত থাকাতে উৎসাহিত করার উদ্দেশ্যে দিবসটি প্রচলিত হয়েছে। এছাড়াও দিবসটির উদ্দেশ্য তামাক ব্যবহারের ব্যাপক প্রাদুর্ভাব এবং স্বাস্থ্যের উপর এর নেতিবাচক প্রভাবের প্রতি দৃষ্টি আকর্ষণ করানো যা বর্তমানে প্রতি বছর বিশ্বব্যাপী লক্ষাধিক মানুষের মৃত্যুর কারণ হিসেবে বিবেচিত এবং যার মধ্যে ধুমপানের পরোক্ষ ধোঁয়ার প্রভাবের কারণে বহু অ-ধূমপায়ী ক্ষতিগ্রস্ত হয়ে থাকে ।

যার ফলে আজকের দিনটি বিশ্ব তামাকমুক্ত দিবস হিসাবে পালন করা হয় । সেই মতে আজ মঙ্গলবারে কুলটি বিধানসভার নিয়ামতপুরে বিভিন্ন জায়গায় সচেতনতা মিছিল করা হলো নিয়ামতপুর গায়ত্রী পরিবারের তরফে । যেখানে সংস্থার তরফে উপস্থিত ছিলেন সুনীতা বর্নয়াল , রেখা বর্নয়াল , সুনীতা মোদী সুজাতা কেশরী , জগর্নাথ প্রসাদ , নির্মল গুপ্তা মধ্যশীয়া , রামা রায়ত সহ অনেক ।

Leave a Reply