ASANSOLDURGAPUR

ছুটি বর্ধিত করার সিদ্ধান্তের সমালোচনা করলেন প্রধান শিক্ষক ও প্রধান শিক্ষিকারা

বেঙ্গল মিরর, মনোজ শর্মা, আসানসোল : অ্যাডভান্সড সোসাইটি ফর হেডমাস্টারস অ্যান্ড হেডমিস্ট্রেসেস এর বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হলো দুর্গাপুর সিটি সেন্টারে। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের রাজ্য সম্পাদক চন্দন কুমার মাইতি। উপস্থিত ছিলেন সংগঠনের ইন্টার ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর আলতাফ শেখ, পশ্চিম বর্ধমান জেলার সভাপতি শ্রী মাধব চন্দ্র চট্টপাধ্যায়, জেলার সম্পাদক সুমানা পাল ও দুর্গাপুর ও আসানসোল মহকুমায় বিভিন্ন গভর্নমেন্ট স্পন্সরড ও গভর্নমেন্ট এইডেড বিদ্যালয়ের ৪০ জন প্রধান শিক্ষক ও প্রধান শিক্ষিকারা। সভায় প্রধান শিক্ষক শিক্ষিকা দের পেশাগত সমস্যা, রোপার বঞ্চনা, সাম্প্রতিক কালে বিভিন্ন বিদ্যালয়ে প্রধান শিক্ষক শিক্ষিকা দের অকারণে হেনস্থার ঘটনা ইত্যাদি নিয়ে আলোচনা করা হয়।

কোভিড এর জন্য দীর্ঘ দিন বিদ্যালয় বন্ধ থাকার পর বিদ্যালয় যখন স্বাভাবিক ছন্দে ফিরছে তখন দীর্ঘদিন গ্রীষ্মকালীন ছুটি দেওয়া এবং ছুটি বর্ধিত করার সিদ্ধান্তের সমালোচনা করেন সম্পাদক চন্দন মাইতি। এর ফলে বিশেষত গ্রামাঞ্চলের ছাত্র ছাত্রীরা যে চরম ক্ষতির সম্মুখীন হচ্ছে সেই মতামত ব্যক্ত করেন তিনি। উৎসশ্রীর মাধ্যমে ট্রান্সফার চালু হবার পর, গ্রামের বিদ্যালয় গুলি শিক্ষকের অভাবে যে চরম ক্ষতির সম্মুখীন হচ্ছে তার আশু সমাধান করা প্রয়োজন বলে মত প্রকাশ করেন প্রধান শিক্ষক ও প্রধান শিক্ষিকারা। বিদ্যালয়ের সামগ্রিক উন্নয়ন, শিক্ষাশ্রী, কন্যাশ্রী, সবুজ সাথী সহ প্রায় আঠারো টি সরকারী প্রকল্পের রূপায়ণে উল্লেখযোগ্য ভূমিকা নেওয়া সত্বেও প্রশাসনিক হয়রানির শিকার হওয়া ঠেকাতে সরকারী পদক্ষেপ জরুরি বলে মন্তব্য করেন তাঁরা ।

Leave a Reply