BARABANI-SALANPUR-CHITTARANJAN

চিত্তরঞ্জন সাহার হত্যাকাণ্ডে পূর্ণনির্মাণ করলো রূপনারায়নপুর ফাঁড়ির পুলিশ

বেঙ্গল মিরর, কাজল মিত্র :– সোমবার দিন সকালে কল্যানগ্রাম এর বাসিন্দা চিত্তরঞ্জন এর চা বিক্রেতা চিত্ত সাহা হত্যাকাণ্ডে মূল অভিযুক্ত আদিত্য চারকে সঙ্গে নিয়ে নামকেশিয়া যাবার ছাতিমতলার জঙ্গলে নিয়ে গিয়ে খুনের ঘটনার পূর্ণ নির্মাণ করলেন রূপনারায়ানপুর ফাঁড়ির পুলিশ । এদিন রূপনারায়নপুর ফাঁড়ির ইনচার্জ মনজিৎ ধারা সহ এএসআই রঞ্জিত সরকার ও অন্যান্য পুলিশের দলবল অভিযুক্ত আসামিকে নিয়ে
সেখানে নাটকের মধ্য দিয়ে খুনের ঘটনার বিবরণ দেন এবং পুলিশ কে জানায় চিত্ত সাহাকে কিভাবে গলায় দড়ি বেঁধে তারপর ছুরি দিয়ে গলা কাটে তাকে হত্যা করেছিল ।


ঘটনার সম্পর্কে জানাজায় প্রায় ২২ সে জুলাই সকালে চিত্তরঞ্জন এর চা ব্যাবসায়ী কল্যানগ্রাম এর বাসিন্দা চিত্ত সাহা খুন হয় আর সেই খুনের
তদন্তে নেমে পুলিশ মোবাইল ফোন ট্রাক করে পুরুলিয়া জেলার সাতুড়ি থানার লেদিয়াম গ্রাম থেকে ৩১শে জুলাই আদিত্য চার নামক এক ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ।এর পর অভিযুক্তকে ১লা আগস্ট আদিত্য চারকে আদালতে তোলা হয় এবং দশ দিনের পুলিশি হেফাজতে নিলে সমস্ত ঘটনা স্বীকার করে নেয় ।

পুলিশ আদিত্য চারকে জেরা করে জানতে পারে চিত্তরঞ্জন সাহার স্ত্রী চন্দনা সাহার সঙ্গে তার আট বছর ধরে অবৈধ সম্পর্ক ছিলো আর অবৈধ সম্পর্কের টানাপোড়েন এই খুন।তবে খুনের ঘটনায় আদিত্য চার জানায় চন্দনার বাড়ি তার প্রায় যাওয়া আসা লেগে থাকত ।যারফলে চিত্ত সাহা সহ্য করতে নাপারে চন্দনার উপর অকথ্য ভাবে অত্যাচার চালাতে থাকে ।এর আগেও চিত্ত সাহাকে মারার চেষ্টা করলে ও প্রাণে বেঁচে যায়।কিন্তু সেদিন চন্দনার প্রতি অত্যাচার সহ্য করতে না পেরে তাকে প্রাণে মেরে ফেলে ।

Leave a Reply