ASANSOLRANIGANJ-JAMURIA

রানিগঞ্জে স্নান করতে গিয়ে পুকুরের জলে ডুবে মৃত্যু হল এক খনি কর্মীর

বেঙ্গল মিরর, চরণ মুখার্জি, রানীগঞ্জ: পুকুরে স্নান করতে গিয়ে জলে তলিয়ে গিয়ে মৃত্যু হল এক খনিকর্মীর। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকালে রানিগঞ্জের আমড়াসোতা গ্রাম পঞ্চায়েতের বাঁশড়া গ্রামের মাঝি পাড়া এলাকায়। ঘটনা প্রসঙ্গে জানা যায় এদিন বাঁশড়া কোলিয়ারিতে কর্মরত বছর ৪৬ এর সুকু মাঝি নিত্যদিনের মতোই বাড়ি লাগোয়া সদার পুকুরে স্নান করতে গিয়ে হঠাৎই সে জলে নেমে জলে তলিয়ে যায়।

বিষয়টি পুকুরের অন্য পাড়ে থাকা মহিলারা লক্ষ্য করে তড়িঘড়ি পাড়া-প্রতিবেশীদের খবর জানালে, তারাই দীর্ঘ কুড়ি মিনিট ধরে ওই ব্যক্তিকে খোঁজ তল্লাশি করে পুকুর থেকে তাকে উদ্ধার করে। পরে তাকে বাঁশড়া এরিয়া হসপিটালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত বলে জানায়। এই ঘটনার খবর রানীগঞ্জের পাঞ্জাব মোড় ফাঁড়ির পুলিশকে জানানো হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আসানসোল জেলা হাসপাতালে পাঠায়।

Leave a Reply