BARABANI-SALANPUR-CHITTARANJAN

বাড়ি-বাড়ি পরিশ্রুত পানীয় জল পৌঁছানো হবে

বেঙ্গল মিরর, কাজল মিত্র :- রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর অনুপ্রেরণায় এবার বাড়ি বাড়ি বিশুদ্ধ পানীয় জল সরবরাহের (Drinking Water Service)‘‘জলস্বপ্ন’’ (Jolswopno) প্রকল্পে বাড়ি বাড়ি পরিশ্রুত পানীয় জল পৌঁছানো হবে ।যার কাজ 2021 থেকে শুরু হয়েছে যা 2023 এর মধ্যে শেষ করতে হবে ।আজ তারই জলপ্রকল্পের পাইপ লাইনের কাজের সূচনা হল শুক্রবার সালানপুর ব্লকের রূপনারায়নপুর এলাকায় ।
এদিন রূপনারায়নপুর পঞ্চায়েতের দুর্গামন্দির এলাকায় ই পার্ট এর কাজ এর সূচনা হল ।

এদিন ফিতা কেটে নারকেল ফাটিয়ে কাজের শুভ সূচনা করলেন সালানপুর পঞ্চায়েত সমিতির সভাপতি ফাল্গুনী ঘাসি কর্মকার,সহসভাপতি বিদ্যুৎ মিশ্র, জিলাপরিষদ এর কর্মাধ্যক্ষ মহম্মদ আরমান , সমাজ সেবী মুকুল উপাধ্যায় , সমাজ সেবী ভোলা সিং , রূপনারায়নপুর পঞ্চায়েত প্রধান রানু রায় ,উপপ্রধান সন্তোষ চৌধুরী , ঠিকাদার কানাইলাল গাঙ্গুলি,বাবলু ঘাসি,সদস্যা সুলেখা দাস অনিতা দাস, সহ অনেকে,। এদিন আরমান জানান পশ্চিম বঙ্গ সরকারের উদ্দোগে বাড়ী বাড়ি পরিশ্রুত জল পৌঁছানোর উদ্দেশ্য নিয়ে আজ রূপনারায়নপুর দুর্গামন্দির রোড থেকে পাইপলাইন এর কাজের সূচনা হল। যার মধ্যে দিয়ে এলাকার মোট 1000 বাড়িতে জলের কানেকশন দেওয়া হবে ।

Leave a Reply