ASANSOL

আসানসোলে চালু হল “নিউরন”, নিউরো রোগের চিকিৎসা কেন্দ্র

বেঙ্গল মিরর, আসানসোল: আসানসোলে চালু হল “নিউরন”, নিউরোজনিত রোগের চিকিৎসা হবে। ডাঃ সোহাগ বোস নিউরো অর্থাৎ স্নায়ুর রোগের চিকিৎসার জন্য শিল্পাঞ্চলে নিউরন দ্য নিউরো ক্লিনিক চালু করেছেন। গত সন্ধ্যায় আসানসোল এজি চার্চ স্কুলের কাছে ব্রিজ রেসিডেন্সিতে নিউরন যৌথভাবে উদ্বোধন করেন কাউন্সিলর তপন ব্যানার্জি এবং অন্যান্য অতিথিরা

ডাঃ বোস জানান, নিউরো সংক্রান্ত সব ধরনের রোগের চিকিৎসা হবে নিউরনে। গত বহু বছর ধরে তিনি শিল্পাঞ্চলের বিভিন্ন এলাকায় চিকিৎসা সেবা দিয়ে আসছেন। উপস্থিত লোকজন ডক্টর বোসের প্রশংসা করেন।

ডক্টর বোস ছাড়াও মোনালিসা বোস, বিনয় শর্মা, ডঃ প্রবীণ রাই, ডঃ রমন রাজ, ডঃ ইন্দ্রনীল ব্যানার্জী, ডঃ কল্যাণ ব্যানার্জী, ডঃ ডিপি রায়চৌধুরী, ডঃ বিনোদ কুমার, ডাঃ অনিল কোছার,
উপস্থিত ছিলেন বেঙ্গল সৃষ্টির বিনয় চৌধুরী, ইন্ডিয়া ইন্টারন্যাশনাল স্কুলের প্রধান এ কে শর্মা, প্রাক্তন কাউন্সিলর পাপ্পু সিং, দীপক টোডি, সিনিয়র সাংবাদিক বিশ্বদেব ভট্টাচার্য, সাংবাদিক রাজা বন্দ্যোপাধ্যায়, সৌরদীপ্ত সেনগুপ্ত, চন্দন গুপ্ত প্রমুখ।

Leave a Reply