ASANSOLBARABANI-SALANPUR-CHITTARANJAN

মোবাইল দোকানে চুরির কান্ডে ধৃত এক,উদ্ধার চুরি যাওয়া ১৩টি মোবাইল ফোন

বেঙ্গল মিরর, কাজল মিত্র :- কয়েক মাস আগে দেন্দুয়া মোড় সংলগ্ন কৌশিক মণ্ডল ও হরি বার্নওয়াল নামক দুই ব্যাক্তির পরপর দুটি মোবাইল ফোনের দোকানে চুরির ঘটনা ঘটেছিলো।চিন্তায় ঘুম কেড়ে ছিলো ব্যাবসায়ীদের।চুরির ঘটনায় মামলা দায়ের করা হয়েছিলো সালানপুর থানায়।তারপরেই জোর কদমে তদন্ত শুরু করে সালানপুর থানার পুলিশ।আর তদন্ত নেমে বড় সড় সাফল্য পায় সালানপুর থানার পুলিশ।চুরির ঘটনায় অবশেষে ২রা নভেম্বর ধরা পড়ে চোর।ধৃতের নাম আকাশ রায় (১৯)।

বারাবনি পানুড়িয়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত আগারডি গ্রামের বাসিন্দা বলে জানা যায়।ধৃত আকাশ রায়কে জেলা আদালতে তোলার পর তদন্ত সাপেক্ষে পুলিশ ১০দিনের হেফাজতে নেওয়া হয়।তারপর ধৃতের কাছে থেকে উদ্ধার হয় চুরি যাওয়া ১৩টি মোবাইল ফোন সহ বিভিন্ন ফোনের চার্জার।ঘটনা প্রসঙ্গে জানা যায় বিগত কয়েক মাস থেকে আকাশ রায় তার সালানপুর থানার অন্তর্গত বনজেমারীতে এক আত্মীয়ের বাড়িতে বসবাস করছিলেন এবং ওই অঞ্চলে রাজমিস্ত্রির কাজ করছিলেন।

অতিরিক্ত অর্থের লোভে দুটি মোবাইল ফোনের দোকানে ফোন চুরি করে তার সাথের সহকর্মীদের এবং তার গ্রামের কয়েকজনকে বিক্রি করে সে কথা পুলিশের কাছে ধৃত আকাশ রায় স্বীকারও করে বলে জানা যায়।তারপরেই পুলিশ চুরি যাওয়া সামগ্রী উদ্ধার করতে সক্ষম হয়।ধৃত আকাশ রায়ের আজ পুলিশি হেফাজত শেষ হওয়ার পর পূনরায় আসানসোল জেলা আদালতে তোলা হয়।

Leave a Reply