RANIGANJ-JAMURIA

রানীগঞ্জে পানীয় জলের সমস্যা

বেঙ্গল মিরর, চরণ মুখার্জি, রানীগঞ্জ: ২০১১ সালে উন্নত পৌর পরিষেবা দেবার কথা জানিয়ে রানীগঞ্জ পৌরসভা কে ভেঙে আসানসোল কর্পোরেশনে সংযুক্ত করা হয়েছে রাণীগঞ্জ পৌরসভা কে। সে সময় সকল বাধা নিষেধকে তোয়াক্কা না করেই গড়ে তোলা হয়েছে উন্নত পৌর পরিষেবা দেবার আশ্বাস দিয়ে রানীগঞ্জ পৌরসভা কে দু’নম্বর বোরো দপ্তর হিসেবে। এরপর দীর্ঘ একটা সময় পার হয়ে গেছে খনি শহরে। কর্পোরেশনের ট্যাক্স ও বেড়েছে কয়েক গুণ। তবে যে পরিমাণে পৌর পরিষেবা পাওয়ার কথা ছিল এখানের পৌরবাসীদের, সেই পৌরপরিষেবার ছিটে ফোঁটা টুকু পায়না বলেই দাবি অনেকের।

আজ দীর্ঘ একটা সময় ধরে পৌরসভার সঙ্গে কর্পোরেশন সংযুক্ত হওয়ার পরও, জল পরিষেবা এখন পৌঁছয়নি বেশ কয়েকটি অংশেই। রানীগঞ্জের বাবুপুর, দামুদা, চাষা পাড়া, সুকান্ত পল্লী, আমড়া সোতা এলাকায়, এখন পানীয় জলের সমস্যা রয়ে গিয়েছে। সেই অংশে পানীয় জল পৌঁছে দেবার জন্য প্রত্যহ ছয় থেকে সাত টাংকার জল পৃথকভাবে পাঠাতে হয় কর্পোরেশনের জল দপ্তরকে। যা নিয়ে এখন পর্যন্ত জল পরিষেবা ওই সমস্ত এলাকায় সম্পূর্ণভাবে পৌঁছে দেওয়ার কোন উদ্যোগ নিতে দেখা যায়নি, পৌর কর্তৃপক্ষকে। উদাসীন পৌর প্রশাসন।

Leave a Reply