RANIGANJ-JAMURIA

NCWA XI চুক্তি করার দাবি, রানীগঞ্জে সিটুর বিক্ষোভ

বেঙ্গল মিরর, চরণ মুখার্জি, রানীগঞ্জ: রানীগঞ্জের বাঁশড়া কোলিয়ারির সি পিট খনি চত্বরে বৃহস্পতিবার সি এম এস আই সিটুর বাঁশড়া কোলিয়ারি শাখার পক্ষ থেকে এন সি ডাব্লু ইলেভেন যে চুক্তি, সেই চুক্তিকে বহাল না করার বিষয়ে কে সামনে রেখে ও কয়লা বিক্রির ক্ষেত্রে কোল ইন্ডিয়ার নিজস্ব সত্তা দেওয়ার দাবি তুলে ধরে, খনি মুখের সামনে বিক্ষোভ দেখাল সিটুর নেতাকর্মীরা। তাদের দাবি এন সি ডাব্লু ইলেভেন কার্যকর না হওয়ায় খনি শ্রমিকেরা তাদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত হচ্ছেন। তাদের দাবি যতদিন না পর্যন্ত এই চুক্তি কার্যকর না হচ্ছে, ততদিন পর্যন্ত কোম্পানিকে তার ক্ষতিপূরণ দিতে হবে। এ বিষয়ে ব্যবস্থা গ্রহণ না হলে আগামীতে বৃহত্তর আন্দোলনে যাবে তারা বলেই হুঁশিয়ারিও দেন।

একই সাথেই তাদের দাবি কেন্দ্রের কয়লা মন্ত্রী কয়লা শিল্পকে রুগ্ন করার লক্ষ্যে কয়লার গুণগত মান অনুসারে ন্যায্য মূল্য ধার্য না করে, কম দামে উন্নত মানের কয়লা কে নিজেদের স্বার্থসিদ্ধির জন্য বিক্রি করতে বাধ্য করছে। এর ফলে কয়লা শিল্প আগামীতে রুগ্ন হয়ে পড়বে বলেই দাবি সিটু সংগঠনের। তাদের দাবি তাই অবিলম্বে কয়লার দাম নির্ধারণের দায়িত্ব সংশ্লিষ্ট দপ্তরকে দেওয়ার দাবি জানায় তারা। এদিনের এই কর্মসূচিতে বিশেষভাবে নেতৃত্ব দিতে দেখা যায় যে বিসিসিআইয়ের সদস্য সুজিত ভট্টাচার্য, কেন্দ্রীয় কমিটির সদস্য কালিমুদ্দিন আনসারী, আসগর আলী, সঞ্জয় মন্ডল, মৈনাক মন্ডল, উজ্জ্বল মুখার্জি প্রমূখ।

Leave a Reply