ASANSOL

আসানসোলের বুকে ভিন্ন সাজ ও ভিন্ন স্বাদের বুটিকের উদ্বোধন

বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায় ও সৌরদীপ্ত সেনগুপ্তঃ আসানসোল শহরের কল্যানপুর হাউজিংয়ে একবারে নতুন সাজে ও নতুন রুপে একবারে ভিন্ন স্বাদের একটি বুটিকের সোমবার থেকে পথচলা শুরু হলো। এর আগে ২০১৮ সাল থেকে এই বুটিক সেনরেল রোডের সৃষ্টিনগরের সেন্ট্রামে ছিলো। এদিন থেকে সেই ” বেনোভোলেন্স ” নামের বুটিক নতুন রুপে নতুন সাজে সেজে উঠলো কর্ণধার মিঠুমিতা বর্ধনের বাড়িতেই।


এই প্রসঙ্গে তিনি বলেন, এখানে সমস্ত রকমের হ্যান্ডলুম, নানান টাইপের হ্যান্ডিক্রাফটের সম্ভার আছে। বাংলার নানান জায়গা ঘুরে তাঁতীদের সাথে হাত মিলিয়ে নিজস্ব ডিজাইনের সামগ্রী এখানে রাখা হয়েছে। বলা যেতে পারে, এক কথায় ভিন্ন স্বাদের ভিন্ন রুচির এই বেনোভোলেন্স। তিনি আরো বলেন, আসানসোলের মানুষদের কাছে কোনটা আসল ও কোনটা নকল, তা বোঝাতেই আমার এই প্রয়াস। জানা গেছে, বুটিকের কর্ণধার মিঠুমিতা বর্ধন মিনিস্ট্রি অফ টেক্সটাইলের উইভার্স সার্ভিস সেন্টার থেকে প্রশিক্ষণ নিয়েছেন।

Leave a Reply