দুর্ঘটনা কখনো বলে কয়ে আসেনা, তাই হেলমেট পড়ে গাড়ি চালান
বেঙ্গল মিরর, চরণ মুখার্জি, রানীগঞ্জ : রাস্তায় হেলমেট নেই কেন এই বিষয়ে জানতে চেয়ে মোটর বাইক দাঁড় করা নয় বাইক চালকের দাবি লোকাল ছেলে তাই লোকালে চলাচল করছি বলেই মাথায় হেলমেট নিইনি। এই উত্তর শুনেই একেবারে পড়ুয়ারা ঘিরে ধরল মোটরবাইক চালককে। দাবি করল দুর্ঘটনা কখনো বলে কয়ে আসেনা। আর লোকাল হলেই যে দুর্ঘটনার কবলে পড়বে না তা নয় অনেকবার তাড়াহুড়োতে গাড়ি চালাতে গিয়েই দুর্ঘটনার কবলে পড়তে হয়। তাই হেলমেট পড়ে গাড়ি চালান এই আবেদন করল পথচারী বাইক চালকদের স্কুল ছাত্ররা।



আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের রানীগঞ্জ থানার ট্রাফিক গার্ড এর পক্ষ থেকে সপ্তবব্যাপী পথসচেতনতা কর্মসূচি নেওয়া হয়েছে তারই অঙ্গ হিসেবে রবিবার ছুটির দিনেই রানীগঞ্জের সিয়ারশোল রাজ হাই স্কুলের এনএসএসের পড়ুয়ারা পথ সচেতনতা সময় পুলিশ প্রশাসনের সঙ্গে বাইক চালকদের করল সচেতন।
- Durgapur Rape Case : सनसनीखेज मोड़, दो आरोपियों का मजिस्ट्रेट के सामने गोपनीय बयान दर्ज
- Asansol : अराजक तत्वों ने दुकान में लगाई आग
- Asansol : TMC का मिलन उत्सव, 500 साड़ी वितरण
- কালিপুজোয় বোলপুরের আদিবাসী গ্রামে সোদপুরের বন্দোপাধ্যায় দম্পতি, হলো খাওয়াদাওয়া, সঙ্গে উপহার ও নেলপলিশ পরার প্রতিযোগিতা
- Asansol – Burnpur Kalipuja Pandal श्रद्धालुओं को आकर्षित कर रहे