BARABANI-SALANPUR-CHITTARANJAN

কেন্দ্র সরকারের জনবিরোধী নীতির বিরুদ্ধে বারাবনি তৃণমূল কংগ্রেসের প্রতিবাদ মিছিল

বেঙ্গল মিরর, কাজল মিত্র:-পশ্চিমবঙ্গের প্রতি কেন্দ্রীয় সরকারের আর্থিক বঞ্চনার প্রতিবাদে,পেট্রোল,ডিজেল সহ রান্নার গ্যাস এবং নিত্য প্রয়োজনীয় জিনিস পত্রের অত্যাধিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে আজ বারাবনি ব্লক তৃণমূল কংগ্রেসের ডাকে পানুড়িয়া আমবাগান থেকে মাঝিয়াডা মোড় পর্যন্ত মোটর সাইকেলে করে মহা মিছিল করা হয়।এইদিন প্রতিবাদ মিছিলে উপস্থিত হন বিধায়ক তথা আসানসোলের মেয়র বিধান উপাধ্যায় ও বারাবনি ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি অসিত সিংহ।তারা হোড খোলা গাড়িতে চেপে মিছিলের নেতৃত্বদেন।এবং কয়েক হাজার যুবক মোটর সাইকেলে করে মিছিলে যোগদান করেন।

এদিন বিধান বাবু জনান কেন্দ্রের বিজেপি সরকার মানুষের শোষণ করে চলেছে।বাড়ির টাকা এবং একশো দিনের কাজ টাকা বন্ধ করে রাজ্য সরকারকে বঞ্চিত করছে।তার পাশাপাশি প্রতিনিয়ত দেশের মানুষের শোষণ করে চলেছে বিজেপি সরকার।রান্নার গাসের দাম বৃদ্ধি,পেট্রোল,ডিজেল সহ নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়িয়ে চলেছে।আর তারই বিরোধিতা করলে কেন্দ্র সংস্থা ইডি সিবিআই লাগিয়ে প্রতিবাদ দমন করার চেষ্টা করে চলেছে। আজ তারই প্রতিবাদে বারাবনিতে মহা প্রতিবাদ মিছিল করা হল।
তাছাড়া এদিন মিছিলে উপস্থিত ছিলেন তৃণমূল নেতা কেশব রাউথ,বিশ্বজিৎ সিংহ, আশীষ মণ্ডল সহ আরো অনেকে।

Leave a Reply