আসানসোলে ইঞ্জিনিয়ারিং কলেজ স্টুডেন্ট অ্যাসোসিয়েশন এর পক্ষ থেকে রক্তদান শিবির

বেঙ্গল মিরর, আসানসোল, সৌরদীপ্ত সেনগুপ্ত ও রাজা বন্দোপাধ্যায় : শনিবার আসানসোলের ২ নং জাতীয় সড়কের কাছেই জুবিলী মোড় সংলগ্ন জুবিলী রিসর্ট এর কাছেই আসানসোলে ইঞ্জিনিয়ারিং কলেজ স্টুডেন্ট অ্যাসোসিয়েশন এর পক্ষ থেকে কলেজের মূল ফটকের সামনেই একটি রক্তদান শিবির অনুষ্ঠিত হয়।

এদিন সকালে এক অনুষ্ঠানে এই রক্তদান শিবিরে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের শ্রম ও আইন মন্ত্রী মলয় ঘটক।
ওই অনুষ্ঠানে উপস্থিত আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশনের ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক, আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশনের মেয়র পারিষদ সদস্য গুরুদাস চ্যাটার্জি ওরফে রকেট, অন্য এক মেয়র পারিষদ সদস্য সুব্রত অধিকারী, বরো চেয়ারম্যান অনির্বাণ দাস, রক্তদান আন্দোলনের পথিকৃৎ প্রবীর ধর, কাউন্সিলর শ্রাবণী মন্ডল, অর্জুন মাজি, ভানু বোস, শাহিদ পারভেজ, মহিলা নেত্রী আলপনা ব্যানার্জী, তৃণমূল ছাত্র পরিষদের জেলার কনভেনর অভিনব মুখার্জী, রঘু চৌবে, তিলন সাধু, আসানসোল ইঞ্জিনিয়ারিং কলেজের স্টুডেন্ট অ্যাসোসিয়েশন এর কনভেনর অভিক ব্রহ্ম, ওয়েবকুপা র পক্ষ থেকে প্রফেসর ড: বীরু রজক প্রমুখ উপস্থিত ছিলেন।

riju advt

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মলয় ঘটক বলেন, আসানসোল ঝাড়খণ্ড রাজ্যের পাশে অবস্থিত হওয়ার গরম বেড়ে যাবার সঙ্গে সঙ্গেই আসানসোল জেলা হাসপাতালে রক্ত সংকট দেখা দেয়। কারণ আশেপাশের জেলাগুলি থেকে এমনকি পার্শ্ববতী রাজ্য ঝাড়খণ্ড থেকেও বিভিন্ন রোগী চিকিৎসা করবার জন্য আসানসোলে এবং পশ্চিম বর্ধমান জেলায় আসেন। আর এক্ষেত্রে বিভিন্ন সংগঠনগুলি যেভাবে রক্তদান করছেন তা রীতিমত প্রশংসনীয়। এভাবে চলতে থাকলে ভবিষ্যতে জেলাতে রক্ত সংকটের অভাব হবেনা। এক্ষেত্রে আসানসোলে ইঞ্জিনিয়ারিং কলেজ স্টুডেন্ট অ্যাসোসিয়েশন এর পক্ষ থেকে এই উদ্যোগের প্রশংসা করেন তিনি।

রক্তদান অনুষ্ঠানে উপস্থিত ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক, মেয়র পারিষদ গুরুদাস চ্যাটার্জি, বরো চেয়ারম্যান অনির্বাণ দাস ছাড়াও ছাত্রনেতা অভিনব মুখার্জি আসানসোল ইঞ্জিনিয়ারিং কলেজ স্টুডেন্ট অ্যাসোসিয়েশন এর উদ্যোগের ভুয়সী প্রশংসা করেন।ওই রক্তদান মোট ৪৬ ইউনিট রক্ত সংগৃহীত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *