BARABANI-SALANPUR-CHITTARANJAN

ADPC রূপনারায়নপুর ফাঁড়ি পুলিশের উদ্যোগে রক্তদান শিবির

বেঙ্গল মিরর, কাজল মিত্র :- রক্তদান মানে জীবন দান। কিন্তু প্রতি বছরই গ্রীষ্ম পড়তেই টান পড়ে রক্ত ব্যাংক গুলিতে। থ্যালাসেমিয়ায় অথবা ব্লাড ক্যান্সারে আক্রান্ত রোগীর পরিবার থেকে শুরু করে দুর্ঘটনাগ্রস্ত রোগীর পরিবারের পক্ষে রক্ত জোগাড় করা একপ্রকার অসম্ভব হয়ে পড়ে। ঘাটতি দেখা দেয় ব্লাড ব্যাঙ্ক গুলোতে। এই পরিস্থিতিতে রক্তের সংকট মেটাতে এগিয়ে এল পুলিশ প্রশাসন।আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট এর পক্ষ থেকে ‘উৎসর্গ’ নাম দিয়ে রক্তদান উৎসবের আয়োজন করল পুলিশ প্রশাসন।



রবিবার আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারের উদ্যোগে ও সালানপুর থানার রূপনারায়ণপুর ফাঁড়ির পরিচালনায় এই শিবির-টি আয়োজিত হয় রূপনারায়নপুর ফাঁড়ির প্রাঙ্গনে। আসানসোল জেলা হাসপাতাল
ব্লাড ব্যাঙ্কের সহযোগিতায় এই শিবিরে রক্ত দান করেন ৭৫ জন।এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেট এর ডিসিপি অভিষেক মোদী,সালানপুর থানা ইনচার্জ অমিত হাটি ,রূপনারায়ণ ফাঁড়ি ইনচার্জ মনোজিৎ ধারা ,সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা ।
রক্তদাতাদের এদিন পুলিশের পক্ষ থেকে শংসাপত্র ছাড়াও সুন্দর মুমেন্টো তুলে দেওয়া হয়।এদিন পুলিশ কর্মী, সাংবাদিক ,সিভিক কর্মী,
ছাড়াও অনেকেই রক্ত দান করেন।

Leave a Reply