ASANSOLBusiness

আসানসোলে PSJ TVS – এ উদ্বোধন করা হল ইলেকট্রিক স্কুটার IQUBE

বেঙ্গল মিরর, আসানসোল, সৌরদীপ্ত সেনগুপ্ত ও রাজা বন্দোপাধ্যায় : আসানসোলে PSJ TVS-এর শোরুমে ইলেকট্রিক স্কুটার IQUBE উদ্বোধন করা হল৷ এখন শিল্পাঞ্চলের বাসিন্দারাও TVS-এর বিখ্যাত ইলেকট্রিক স্কুটি IQUBE কিনতে পারবেন। এখন পর্যন্ত TVS শুধুমাত্র দেশের নির্বাচিত শহরে এটি চালু করেছে। সংস্থার মালিক নিখিলেশ উপাধ্যায় এবং তাঁর স্ত্রী পূজা উপাধ্যায় পিএসজে টিভিএস আসানসোলে যৌথভাবে এটি উন্মোচন করেন।

নিখিলেশ উপাধ্যায় IQUBE সম্পর্কে বলেন যে এটি দেশের সবচেয়ে বেশি বিক্রি হওয়া ইলেকট্রিক স্কুটারগুলির মধ্যে একটি। এটি গ্রিন স্কুটার অফ দ্য ইয়ার পুরস্কারও পেয়েছে। এটি একবার চার্জে ১০০ কিলোমিটার পর্যন্ত চলতে পারে। এর তিনটি মডেল পাওয়া যায়। প্রারম্ভিক মডেলটির দাম এক লাখ ৬৫ হাজার থেকে শুরু হয়। তা ছাড়া এর লুকও আকর্ষণীয়। এতে এলইডি লাইটের সাথে একটি বহুমুখী টাচ স্ক্রিন ড্যাশবোর্ডও রয়েছে। এর ব্যাটারিতে তিন বছরের ওয়ারেন্টি দেওয়া হচ্ছে। এটির স্টোরেজ ক্ষমতা 32 লিটার। একজন ভারতীয় দিনে গড়ে যত কিলোমিটার স্কুটি বা স্কুটার চালায় তার অনুপাতে এর মাইলেজ অনেক বেশি।

Leave a Reply