ASANSOL

আসানসোলে রাখীবন্ধন উপলক্ষে ” সংস্কৃতি দিবস ” উদযাপন, যুব কল্যান ও ক্রীড়া দপ্তরের উদ্যোগ

বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ রাজ্য সরকারের যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের উদ্যোগে রাখী বন্ধন উৎসব ২০২৩ উপলক্ষে বুধবার ‘ সংস্কৃতি দিবস’ উদযাপন করা হচ্ছে রাজ্য ব্যাপী। এই সংস্কৃতি দিবস উদযাপনে আসানসোলে জিটি রোডের ভগৎ সিং মোড়ে যুবআবাসে জেলা যুবকরণ পশ্চিম বর্ধমান ও পুর যুবকরণ আসানসোলের উদ্যোগে অনুষ্ঠিত হলো রাখী বন্ধন অনুষ্ঠান।
এদিন পথ চলতি সাধারণ মানুষদের সঙ্গে ভগৎসিং মোড়ে কর্তব্যরত ট্রাফিক গার্ডের পুলিশদের হাতে রাখি পরানো হয়।


এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমান জেলার যুবকল্যাণ আধিকারিক দীনেশ মিশ্র, আসানসোল পুরনিগমের মেয়র বিধান উপাধ্যায়, মেয়র পারিষদ গুরুদাস ওরফে রকেট চট্টোপাধ্যায় , সুব্রত ওরফে রানা অধিকারী, বোরো চেয়ারম্যান শিবানন্দ বাউরি, কাউন্সিলর ববিতা দাস সহ আরো অনেকে।

Leave a Reply