DURGAPUR

দূর্গাপুরের ঘটনা টিএমটি বার চোরাই চক্রের হদিশ, ঝাড়খণ্ড থেকে গ্রেফতার ৩

বেঙ্গল মিরর, দূর্গাপুর, রাজা বন্দোপাধ্যায়ঃ টিএমটি বার চুরির এক চক্র এবার পুলিশের জালে। দুর্গাপুরের কোকওভেন থানার পুলিশ পাশের রাজ্য ঝাড়খন্ড থেকে বৃহস্পতিবার রাতে গ্রেফতার করল ঐ চক্রের ৩ পান্ডাকে । ধৃতদের থেকে উদ্ধার হয়েছে ২ টন টিএমটি বার। একইসঙ্গে বাজেয়াপ্ত করা হয়েছে এই চোরাকারবারে পাচারের জন্য ব্যবহার করা একটি ট্রাকটিকে। দুর্গাপুর থেকে পাচার হওয়া টিএমটি বার কেনাবেচায় যুক্ত রয়েছে এই তিনজন বলে পুলিশের দাবি।

একইসঙ্গে বাজেয়াপ্ত করা ট্রাকটির নম্বর পাল্টে টিএমটি বার নিয়ে উধাও হওয়ার অভিযোগও রয়েছে এই তিনজনের বিরুদ্ধে। ধৃতদের নাম মহ: মান্নান আনসারী , রাজেশ কুমার মাহাত ও নইম আনসারি। ধৃতরা ঝাড়খন্ডের লোহারডাগা জেলার বাসিন্দা বলে পুলিশ সূত্রে জানা গেছে।
ধৃতদেরকে শুক্রবার বিকেল সাড়ে পাঁচটায় দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করা হয়। বিচারক তাদের জামিন নাকচ করে আবেদনের ভিত্তিতে ৮ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন। পুলিশ জানায়, ধৃতদেরকে হেফাজতে নিয়ে জানার চেষ্টা করা হবে, এই চক্রের সঙ্গে আর কে বা কারা আছে।

Leave a Reply