ASANSOL

বেপরোয়া ট্রাকের ধাক্কায় মৃত্যু অটো চালকের

বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ বেপরোয়া ভাবে আসা একটি ট্রাকের ধাক্কায় মৃত্যু হলো এক অটো চালকের। বৃহস্পতিবার দুপুরে ঘটনাটি ঘটেছে আসানসোলের কুলটি থানার আসানসোল পুরুলিয়া রোডে রাধানগর রোড মোড়ে। কুলটি থানার শীতলপুর শিবমন্দির এলাকার বাসিন্দা মৃত অটো চালকের নাম সোনী সাউ (২৬)।

accident sample


পুলিশ সূত্রে জানা গেছে, এদিন দুপুর একটা নাগাদ অটো নিয়ে বাড়ির দিকে যাচ্ছিলেন সোনী সাউ। কুলটি থানার আসানসোল পুরুলিয়া রোডে রাধানগর রোড মোড়ে উল্টো দিকে এসে একটি ট্রাক বেপরোয়া ভাবে ঐ অটোকে ধাক্কা মারে। ধাক্কা এতোটাই জোরে ছিলো অটোটি একবারে দুমড়েমুচড়ে যায়। এলাকার বাসিন্দারা দৌড়ে আসেন। ততক্ষণে ট্রাক ছেড়ে পালিয়ে যায় চালক। দুমড়েমুচড়ে যাওয়া অটোর মধ্যে আটকে পড়েন চালক সোনী সাউ। খবর পেয়ে পুলিশ এলাকায় আসে। কোনমতে বেশ কিছুক্ষুনের চেষ্টায় গুরুতর জখম অবস্থায় চালককে উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে ভর্তি করা হয়। বিকেলে সেখানে তার মৃত্যু হয়।
পুলিশ জানায়, ট্রাকটিকে আটক করা হয়েছে। চালকের খোঁজ করা হচ্ছে। শুক্রবার সকালে অটো চালকের মৃতদেহর ময়নাতদন্ত হবে বলে আসানসোল জেলা হাসপাতাল সূত্রে জানা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *