ASANSOL-BURNPUR

বার্ণপুর ছোটদিঘারি ইউনাইটেড ক্লাবের কালি পুজোর খুঁটি পুজোর আয়োজন

বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ আসানসোলের বার্ণপুরের ছোটদিঘারি ইউনাইটেড ক্লাবের এই বছরের কালি পুজো ২৬ তম বর্ষে পা দিলো। এই কালিপূজোর জন্য প্যান্ডেল তৈরির জন্য শনিবার মহালয়ার সকালে খুঁটিপূজোর আয়োজন করা হয়। এই উপলক্ষে হওয়া এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লাবের সভাপতি তথা আসানসোল পুরনিগমের কাউন্সিলর অনুপ কুমার মাজি, সম্পাদক যতীন উপাধ্যায়, কার্যনির্বাহী সভাপতি শ্যামল আইচ, সহ-সভাপতি আশীষ মুখোপাধ্যায় , প্রণব বন্দোপাধ্যায় , রঞ্জিত পাল, অশোক চৌধুরী, রঞ্জিত সিং ওরফে বান্টি, অনুপ পুরকায়স্থ, ধনঞ্জয় মাজি, কৌশিক গুপ্ত প্রমুখ।

ক্লাবের তরফে বলা হয়েছে, এদিন খুঁটি পূজো করা হয়েছিলো। আগামী ১১ নভেম্বর পূজো প্যান্ডেলের উদ্বোধন করা হবে। গায়ক প্রীতমের অনুষ্ঠান হবে আগামী ১৫ অক্টোবর।

Leave a Reply