ASANSOLRANIGANJ-JAMURIA

ইসিএল আধিকারিকদের একাংশের যোগসাজোস অবৈধভাবে কয়লা পাচারের অভিযোগ, বিজেপির বিক্ষোভ

বেঙ্গল মিরর, চরণ মুখার্জী, রানীগঞ্জ : ইসিএলের সাত গ্রাম এরিয়ার, এরিয়া কার্যালয়ে রাষ্ট্রায়ত্ত কয়লা খনির কার্যালয়ের গেটে, তালা লাগানো কার্যালয়ের মধ্যে, ধাক্কা মেরে কার্যালয়ের সামনেই বিজেপির জেলা-সভাপতি বাপ্পা চ্যাটার্জির নেতৃত্বে, বিজেপি যুব মোর্চার অসংখ্য কর্মী সমর্থক দীর্ঘ প্রায় এক ঘণ্টা ধরে কার্যালয় গেটের সামনে বসে পড়ে, দেখালো বিক্ষোভ। বিজেপি যুব মোর্চার নেতৃত্বে দাবি, ইসিএল আধিকারিকদের একাংশের যোগসাজোস এর কারণে বৈধ কয়লা খনির বিভিন্ন অংশ থেকেই, অবৈধভাবে কয়লা পাচার করা হচ্ছে, এমনকি বহু ক্ষেত্রে অন্যায় ভাবে ই সি এল এর বেশ কয়েকজন আধিকারিক এই সকল কাজকে প্রশ্রয় দিয়ে কয়লা মাফিয়াদের মদত করছে, এমনই সব দাবি করে বেশ কয়েকজন ব্যক্তির নাম প্রকাশ্যে তারা তুলে ধরে, তিনি দাবি করলেন শুধুমাত্র কয়লা পাচারি নয় কয়লা খনি এলাকার জমি অন্যায় ভাবে জমি মাফিয়ারা বিক্রি করলেও সে বিষয়ে কোনো ব্যবস্থা গ্রহণ করছে না, ই সি এল।

বিক্ষোভকারীদের দাবি তারা এই বিক্ষোভ কর্মসূচির কথা আগে ভাগেই এরিয়া কার্যালয়ে জানানোর পরও ই সি এল এর সাত গ্রাম এরিয়ার জেনারেল ম্যানেজার এই ডেপুটেশন নেওয়ার জন্য এদিন দপ্তরে থাকেননি, আর তার পরিবর্তে তিনি ইসিএল নিরাপত্তা রক্ষী ও পুলিশ প্রশাসনকে কাজে লাগিয়ে এরিয়া অফিসের কার্যালয়ে বিজেপি কর্মীদের ঢুকতে বাধা দিয়েছেন, যা নিয়েও তারা আগামীতে ওই এরিয়ার জি এম কে দেখে নেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন, এদিনের এই বিক্ষোভ কর্মসূচি শেষে এরিয়ার এজিএম রাহুল সরকারের হাতে তারা তাদের দাবি পত্র তুলে দেন। এজিএম বিক্ষোভকারীদের এ বিষয়ে খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে আশ্বাস দেন। এই কর্মসূচীতে উপস্থিত ছিলেন কেশব পোদ্দার, সৌম্য় দোলুই, সন্তোষ সিং প্রমুখ।

Leave a Reply